নয়াদিল্লি, 8 জুন : অবশেষে দেশে করোনা দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নগামী ৷ তবে সজাগ সরকার ৷ তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে দেশে বাড়ানো হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ ৷ কেন্দ্র সরকারও সচেষ্ট, যাতে ভ্যাকসিনের দ্রুত উৎপাদন করে স্বল্প সময়ের মধ্যে সবাইকে টিকা দেওয়া যায় ৷ সোমবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান দেশে নেজাল স্প্রে ভ্যাকসিনের (Nasal Vaccine) জন্য প্রয়োজনীয় রিসার্চ চলছে ৷ যদি এই পরীক্ষা সফল হয়, তাহলে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব হবে ৷
কিন্তু কী এই নেজাল ভ্যাকসিন ?
বাহুতে ইনজেকশনের মাধ্যমে শরীরে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে নেজাল ভ্যাকসিনে নাকের মধ্যে স্প্রে করে ভ্যাকসিন দেওয়া হয় ৷ এর আসল উদ্দেশ্য হল সরাসরি শ্বাসনালীতে ভ্যাকসিন পৌঁছানো ৷
গতবছর কোভিড-19 এর একটি ভ্যাকসিন প্রস্তুত করেছিলেন বিজ্ঞানীরা, যেটি একটি ডোজ়ে দেওয়া হত ৷ ইঁদুরের উপর পরীক্ষায় এই ভ্যাকসিনের প্রয়োগে ভাল ফল পাওয়া যায় ৷ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি আর্টিকেলে উল্লেখ করা হয়, এই নেজাল ভ্যাকসিন সরাসরি শরীরের সংক্রিমিত এলাকায় কাজ করে ৷ ফলে এর থেকে ভাল ফলের আশা করা যায় ৷
নেজাল স্প্রে ভ্যাকসিনের উপকারিতা কী ?