পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

parliament function : বাদল অধিবেশনে পণ্ড সব কাজ, লোকসভা চলেছে মোটে 21 ঘণ্টা - Monsoon Session 2021 latest news

এ বার সংসদের (Parliament) বাদল অধিবেশনে (Monsoon Session 2021) লোকসভা (Lok Sabha) বসেছে মাত্র 21 ঘণ্টা ৷ এটি নির্ধারিত সময়ের 21 শতাংশ ৷ 2016 সালের শীতকালীন অধিবেশনের পর এ বারই সবচেয়ে কম কাজ হয়েছে নিম্নকক্ষে ৷ রাজ্যসভায় (Rajya Sabha) নির্ধারিত সময়ের মাত্র 29 শতাংশ কাজ হয়েছে ৷

how-did-parliament-function-in-monsoon-session-2021
বাদল অধিবেশনে পণ্ড সব কাজ, লোকসভা বসে মোটে 21 ঘণ্টা

By

Published : Aug 12, 2021, 2:13 PM IST

কলকাতা, 12 অগস্ট: সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon Session 2021) শুরু হয়েছিল 19 জুলাই ৷ তবে গুরুত্বপূর্ণ কোনও আলোচনা ও বিতর্ক ছাড়াই 11 অগস্ট নির্ধারিত সময়ের দু‘দিন আগে শেষ হয়ে যায় অধিবেশন ৷ 17 দিনের গোটা বাদল অধিবেশন শুধু সাক্ষী থেকেছে হইচই ও হট্টগোলের ৷ পেগাসাস রিপোর্ট, কৃষি আইন ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা না-থাকা ও বিরোধীদের তুমুল শোরগোলের কারণে এই অধিবেশন অর্থবহ হয়ে উঠতে পারেনি ৷ নির্ধারিত সময়ের মধ্যে কতটা সময় সংসদের কাজ পণ্ড হয়েছে, তা জানলে হতবাক হয়ে যাবেন !

এ বার সংসদের বাদল অধিবেশনে নির্ধারিত সময়ের এক চতুর্থাংশেরও কম সময় কাজ করা সম্ভব হয়েছে ৷ কোনও রকম আলোচনা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে পাশ করিয়ে দেওয়া হয়েছে বহু বিল ৷ সংসদের প্রতিটি ঘণ্টার জন্য যেখানে কয়েক কোটি টাকা খরচ হয়, সেখানে বাদল অধিবেশনের 17 দিন ধরে কাজ প্রায় হয়নি বললেই চলে ৷

আরও পড়ুন:Venkaiah Naidu : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

পিআরএস লেজিসলেটিভ রিসার্চ ডেটার (PRS Legislative Research Data) রিপোর্ট বলছে, গত দু‘দশকের মধ্যে সবচেয়ে কম কাজ হওয়া লোকসভার (Lok Sabha) অধিবেশনগুলির তালিকায় এ বারের বাদল অধিবেশন ছিল চতুর্থ ৷ 19 দিন ধরে প্রতিদিন 6 ঘণ্টা কাজ হওয়ার কথা ছিল লোকসভায় ৷ তবে ফোনে আড়ি পাতা, কৃষি আইন-সহ নানা বিষয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হই-হট্টগোলে দফায় দফায় মুলতুবির জেরে লোকসভার কাজ প্রায় রোজই পণ্ড হয়েছে ৷ নিম্নকক্ষ বসেছে সাকুল্যে 21 ঘণ্টা, এই সংখ্যাটা নির্ধারিত সময়ের মাত্র 21 শতাংশ ৷ 2016 সালের শীতকালীন অধিবেশনের পর এ বারই সবচেয়ে কম কাজ হল লোকসভায় ৷ সে বার নির্ধারিত সময়ের মাত্র 15 শতাংশ সময় কাজ হয়েছিল নিম্নকক্ষে ৷

আরও পড়ুন:Lok Sabha : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন

একই ছবি দেখা গিয়েছে রাজ্যসভাতেও (Rajya Sabha) ৷ 19 দিনে রাজ্যসভায় 112 ঘণ্টা কাজ হওয়ার কথা ছিল ৷ যদিও উচ্চকক্ষ বসতে পেরেছে মোটে 29 ঘণ্টা ৷ অর্থাৎ নির্ধারিত সময়ের মাত্র 29 শতাংশ ৷

এই অধিবেশনে শুধুমাত্র সংবিধান সংশোধনী বিল, 2021 নিয়ে দুটি কক্ষে এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করা সম্ভব হয়েছে ৷ রেকর্ড বলছে, লোকসভায় নন-লেজিসলেটিভ কোনও ইস্যু নিয়ে বিতর্কই হয়নি ৷ পিআরএস লেজিসলেটিভ রিসার্চ ডেটার দেওয়া তথ্য অনুযায়ী, 23,675 কোটি টাকার সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে আলোচনা ও তা পাস করাতে সময় খরচ হয়েছে মাত্র 9 মিনিট ৷ রাজ্যসভায় মাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক হয়েছে, তা হল কোভিড অতিমারি পরিস্থিতি সামাল দেওয়া সংক্রান্ত বিতর্ক ৷

আরও পড়ুন:TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

লোকসভা ও রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বের নির্ধারিত সময়ের মধ্যে যথাক্রমে 35 শতাংশ ও 25 শতাংশ সময় কার্যকরী হয়েছে ৷ দুটি কক্ষ মিলিয়ে মাত্র 20 শতাংশ প্রশ্নের মৌখিক জবাব দিতে পেরেছেন মন্ত্রীরা ৷

নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা-বিতর্ক, সরকারের নীতি নির্ধারণের মাধ্যমে দেশ পরিচালনা এবং গুরুত্বপূর্ণ বিল পাস করে আইন প্রণয়ন - মূলত এগুলিই হওয়ার কথা সংসদে ৷ তবে সেই ঐতিহ্য হারিয়ে দিনদিন সংসদে কলতলার ঝগড়া প্রত্যক্ষ করছেন দেশবাসী ৷ যে কাঠামোর উপর ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেশের গণতন্ত্র, তার প্রতি কি আর একটু শ্রদ্ধাশীল হতে পারেন না জনপ্রতিনিধিরা ? এটাই প্রশ্ন আপামর দেশবাসীর ৷

ABOUT THE AUTHOR

...view details