লখনউ, 13 নভেম্বর: দীপাবলিতে স্ত্রীর পুজো করলেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ পাশাপাশি তিনি দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কে জড়িয়েছেন ৷ তাঁর প্রশ্ন, লক্ষ্মীদেবী কীভাবে চার হাত নিয়ে জন্মাতে পারেন ? মৌর্যের মতে, যদি কেউ দেবী লক্ষ্মীর উপাসনা করতে চান, তবে তাঁর উচিত তাঁর স্ত্রীর পুজো করা, তাঁর সম্মান করা ৷ কারণ তিনি একজন 'প্রকৃত অর্থে দেবী'। সপা নেতার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷
স্বামী প্রসাদ মৌর্য দীপাবলিতে তাঁর স্ত্রীকে পুজো করার ছবি সোমবার শেয়ার করেন তাঁর এক্স হ্যান্ডেলে । ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ওই মহিলার কপালে তিলক লাগানো হচ্ছে, তাঁকে মালা পরানো হচ্ছে এবং উপহার দেওয়া হচ্ছে । এরপর তিনি লেখেন, "দেশ ও সারা বিশ্বের প্রতিটি ধর্ম, বর্ণ, জাতের প্রতিটি শিশুর দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ এবং দুটি ছিদ্রযুক্ত একটি নাক রয়েছে । তাদের শুধু একটি মাথা, পেট ও পিঠ থাকে ৷ চার হাত, আট হাত, দশ হাত, বিশ হাত, হাজার হাতের সন্তান আজ পর্যন্ত যখন জন্মায়নি, তাহলে লক্ষ্মী কীভাবে চার হাত নিয়ে জন্মগ্রহণ করবে ?"
মৌর্য এরপরে আরও বলেন যে, কেউ দেবী লক্ষ্মীর পুজো করতে চাইলে তাঁর উচিত স্ত্রীকে পুজো করা এবং তাঁর সম্মান করা ৷ কারণ তিনিই দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিবারের যত্ন নেন । মৌর্যের কথায়, "আপনি যদি দেবী লক্ষ্মীর পুজো করতে চান, তাহলে আপনার স্ত্রীকে পুজো করুন এবং শ্রদ্ধা করুন, যিনি প্রকৃত অর্থে একজন দেবী ৷ কারণ তিনি আপনার পরিবারের লালন-পালন, সুখ, সমৃদ্ধি, খাদ্য এবং যত্নের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন ৷"