পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Goddess Lakshmi: 'চার হাত নিয়ে কীভাবে জন্মান লক্ষ্মী ? ধনদেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে স্বামী প্রসাদ মৌর্য

SP Leader on Goddess Lakshmi: দীপাবলিতে দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য ৷ তাঁর মতে, প্রকৃত দেবী নিজের স্ত্রী ৷ দেবী লক্ষ্মীর বদলে তাঁকেই পুজো করার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি ৷

Swami Prasad Maurya
স্বামী প্রসাদ মৌর্য

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:59 PM IST

Updated : Nov 13, 2023, 8:31 PM IST

লখনউ, 13 নভেম্বর: দীপাবলিতে স্ত্রীর পুজো করলেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ পাশাপাশি তিনি দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কে জড়িয়েছেন ৷ তাঁর প্রশ্ন, লক্ষ্মীদেবী কীভাবে চার হাত নিয়ে জন্মাতে পারেন ? মৌর্যের মতে, যদি কেউ দেবী লক্ষ্মীর উপাসনা করতে চান, তবে তাঁর উচিত তাঁর স্ত্রীর পুজো করা, তাঁর সম্মান করা ৷ কারণ তিনি একজন 'প্রকৃত অর্থে দেবী'। সপা নেতার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷

স্বামী প্রসাদ মৌর্য দীপাবলিতে তাঁর স্ত্রীকে পুজো করার ছবি সোমবার শেয়ার করেন তাঁর এক্স হ্যান্ডেলে । ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ওই মহিলার কপালে তিলক লাগানো হচ্ছে, তাঁকে মালা পরানো হচ্ছে এবং উপহার দেওয়া হচ্ছে । এরপর তিনি লেখেন, "দেশ ও সারা বিশ্বের প্রতিটি ধর্ম, বর্ণ, জাতের প্রতিটি শিশুর দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ এবং দুটি ছিদ্রযুক্ত একটি নাক রয়েছে । তাদের শুধু একটি মাথা, পেট ও পিঠ থাকে ৷ চার হাত, আট হাত, দশ হাত, বিশ হাত, হাজার হাতের সন্তান আজ পর্যন্ত যখন জন্মায়নি, তাহলে লক্ষ্মী কীভাবে চার হাত নিয়ে জন্মগ্রহণ করবে ?"

মৌর্য এরপরে আরও বলেন যে, কেউ দেবী লক্ষ্মীর পুজো করতে চাইলে তাঁর উচিত স্ত্রীকে পুজো করা এবং তাঁর সম্মান করা ৷ কারণ তিনিই দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিবারের যত্ন নেন । মৌর্যের কথায়, "আপনি যদি দেবী লক্ষ্মীর পুজো করতে চান, তাহলে আপনার স্ত্রীকে পুজো করুন এবং শ্রদ্ধা করুন, যিনি প্রকৃত অর্থে একজন দেবী ৷ কারণ তিনি আপনার পরিবারের লালন-পালন, সুখ, সমৃদ্ধি, খাদ্য এবং যত্নের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন ৷"

দেবী লক্ষ্মীকে উপহাস করার জন্য সপা নেতার নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম ৷ তিনি বলেন যে, মৌর্যের মুখে অর্শ হয়েছে ৷ তাঁকে যাতে কথা বলা থেকে বিরত রাখা যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সেই অনুরোধ জানাবেন তিনি ৷ তাঁর কথায়, "স্বামী প্রসাদ মৌর্যের মুখে পাইলস হয়েছে । তিনি অসুস্থ এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন । আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে কথা বলতে নিষেধ করার জন্য আবেদন করছি ৷"

মৌর্যের মন্তব্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে ৷ একজন নেট নাগরিক বলেন, "তার আগে আপনার মায়েরও পুজো করা উচিত, কিন্তু কেউ হিন্দু ধর্ম ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাঁর মূল্যবোধও ভুলে যান । এর সঙ্গে তিনি তাঁর পিতামাতার কথাও ভুলে যান ।" আরেক জনের প্রশ্ন, "দয়া করে আমাকে বলুন আপনার ধর্ম কী ? আপনি কি হিন্দু ? নাকি অহিন্দু ?"

এর আগে, মৌর্য সনাতন ধর্মের বিরুদ্ধে তাঁর বিবৃতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন । তিনি দাবি করেছিলেন যে, কোটি কোটি মানুষ রামচরিতমানস পড়েন না এবং এটি নিষিদ্ধ করা উচিত কারণ তুলসীদাস নিজের আনন্দের জন্য এটি লিখেছেন । অগস্টে মৌর্য বলেছিলেন যে, হিন্দু ধর্ম একটি ভ্রান্তি । তিনি বলেন, "হিন্দু যদি সত্যিই একটি ধর্ম হত তাহলে পিছিয়ে থাকা, দলিত এবং আদিবাসীদের সম্মান করা হত ৷" গত জুলাই মাসে তিনি বলেছিলেন যে, বৌদ্ধ বিহার ভেঙে বদ্রীনাথ ধাম তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আলোর উৎসবে জীবজন্তুদের কষ্ট না দেওয়ার আবেদন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের
  2. আলোর উৎসবে কেন্দ্রীয় সংস্থার অ্যাপেই স্ক্যান করে কিনুন সবুজ বাজি
Last Updated : Nov 13, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details