পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexually Assaulting Minor Children: চকোলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুদের 'যৌন নির্যাতন', গ্রেফতার হোটেলের রাঁধুনি - চকোলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন

শিশুদেরকে যৌন অত্যাচারের অভিযোগ উঠল হোটেলের রাঁধুনির বিরুদ্ধে ৷ এই ঘটনায় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ৷ কর্ণাটকের হুব্বালির ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 7:45 AM IST

হুব্বালি (কর্ণাটক), 4 অক্টোবর: চকোলেটের লোভ দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুব্বালিতে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, এই এলাকার একটি বিখ্যাত হোটেলে রাঁধুনির কাজ করত অভিযুক্ত ৷ স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ৷ ওড়িশার এই রাঁধুনি শিশুদের চকোলেট ও টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, শিশুদের কুরুচিকর ভিডিয়ো তৈরি করে মোটা টাকার বিনিময়ে সেগুলি বিক্রিও করে দিত বলে দাবি স্থানীয়দের ৷

এই বিষয়ে হুব্বালি-ধারওয়াদের পুলিশ কমিশনার রেণুকা সুকুমার বলেন,"অভিযুক্ত সিদ্ধলিঙ্গেশ্বর কলোনিতে থাকত ৷ স্থানীয়রাই তাকে ধরে হুব্বালি পুলিশের হাতে তুলে দেয় ৷ এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে ওল্ড হুব্বালি থানার পুলিশ ৷ তার বিরুদ্ধে একটি পকসো মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এর আগে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকায় এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছিল এক ব্যক্তি। 33 বছর বয়সি ওই ব্যক্তি নিজের পরিচয় দেয় পুলিশ অফিসার হিসেবে। এরপর ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের একটি অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল করার হুমকিও দেয় ৷ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করে বলে জানান পুলিশ কমিশনার রবিন্দর যাদব ৷

পুলিশ জানায় যে, অভিযুক্ত একটি ভবনের ভিতরে প্রবেশ করে মেয়েটিকে অনুসরণ করতে থাকে। সিঁড়িতে বাধা দেয় ৷ তরুণীর অভিযোগ, অভিযুক্ত তার অস্ত্রের লাইসেন্স দেখিয়ে নিজেকে পুলিশ বলে দাবি করেছিল ৷ এরপর ভবনের বারান্দায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ৷ মেয়েটি আরও জানায়, অভিযুক্তের পরিচয়পত্রে দিল্লি পুলিশের লোগো ছিল ৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম রবি সোলাঙ্কি ৷

আরও পড়ুন : টানা তিনদিন যৌন নির্যাতনের শিকার 7 বছরের নাবালিকা ! ধৃত সত্তরের বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details