পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিলাসবহুল হোটেলে টিকাকরণের ব্যবস্থা নিয়মবিরুদ্ধ, ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রের

পুষ্টিকর ভাল ব্রেকফাস্ট থাকবে ৷ ওয়াইফাই থাকবে ৷ আরামে নেওয়া যাবে ভ্যাকসিন ৷ আর এ সব মিলবে বিলাসবহুল হোটেলে ৷ বেশ কিছু প্রাইভেট হাসপাতাল এ ভাবেই ভ্য়াকসিন দিচ্ছে ৷ এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিনেশন প্রক্রিয়ার নিয়মবিরুদ্ধ, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

ভ্যাকসিনেশন প্রক্রিয়া
ভ্যাকসিনেশন প্রক্রিয়া

By

Published : May 30, 2021, 10:54 AM IST

Updated : May 30, 2021, 12:11 PM IST

নিউ দিল্লি, 30 মে : চলছে কোভিড ভ্যাকসিনেশন ৷ সঙ্গে ভালো ব্রেকফাস্ট, বিশ্রামের বিশেষ ব্যবস্থা, ওয়াইফাই ৷ এছাড়া থাকছে "বিশেষজ্ঞদের দিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আর প্রয়োজনে পরামর্শ" ৷ বিলাসবহুল হোটেলে এ ভাবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু করেছে বেশ কিছু প্রাইভেট হাসপাতাল ৷ যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলিতে ৷

আরও পড়ুন : পরপর তিনদিন দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

এরকম ভাবে ভ্যাকসিন দেওয়ার কথা বলা নেই কেন্দ্রীয় সরকারের টিকাকরণ প্রক্রিয়ার নির্দেশিকাতে ৷ সরকারি হাসপাতাল, সরকার নির্ধারিত টিকাকরণ কেন্দ্র, প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টার, কাজের জায়গা, বাড়ির কাছে কোভিড ভ্যাকসিনেশন কেন্দ্র ছাড়া অন্য কোথাও ভ্যাকসিন নিলে তা আইনবিরুদ্ধ ৷ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, শনিবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড ভ্যাকসিনেশনের প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে সচেতন করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক ৷

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, "এ বছর ডিসেম্বরে 108 কোটি মানুষকে 216 টি ডোজ দেওয়া হবে ৷" দেশে এখনও পর্যন্ত 21 কোটি ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : May 30, 2021, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details