কোরবা (ছত্তিশগড়), 28 ডিসেম্বর: ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণীকে স্ক্রু ড্রাইভার দিয়ে অসংখ্যবার আঘাত করে খুন করার অভিযোগ উঠল ছত্তিশগড়ের কোরবায় (Girl Murderd with Screwdriver in Korba) ৷ মৃতের নাম নীলকুসুম পান্না (20) ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে । আঘাতের ধরণ থেকে পুলিশের ধারনা স্কু ড্রাইভার জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে শাহবাজ খান নামে এক ব্যক্তির আহমেদাবাদ থেকে রায়পুর যাওয়ার বিমান টিকিট। রায়পুর থেকে বিলাসপুর যাওয়ার বাসের টিকিট এবং অন্যান্য জিনিসপত্রও মিলেছে । তবে খুনে ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি । অভিযুক্ত শাহবাজ খানও পলাতক ৷
জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ঘটনার দিন নীলকুসুম পান্না নামে ওই তরুণী বাড়িতে একা ছিলেন ৷ তার বাবা, মা এবং ভাই-সহ পরিবারের বাকি সদস্যরা বাইরে গিয়েছিলেন । তাঁরা কোরবায় সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পাম্প হাউস কলোনিতে থাকতেন । নিহতের ভাই বিকেলে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনও শব্দ না পাওয়ায় বাড়ির পেছন থেকে বাড়ির ভিতরে ঢােকে ৷ এরপর দেখতে পায় বোন নীলকুসুমের মৃতদেহ ঘরের ভিতরে মাটিতে পড়ে ।
নিহতের পরিবার জানিয়েছে, প্রায় তিন বছর আগে শাহবাজ যশপুর থেকে কোরবাগামী একটি যাত্রীবাহী বাসের কন্ডাক্টর ছিলেন । নীলকুসুম মদনপুরের একটি মিশনারি স্কুলে লেখাপড়া করে । সেখানেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে সে । বাসে করে কোরবা ও মদনপুরের মধ্যে যাতায়াত করত ৷ শাহবাজ যে বাসে কন্ডাক্টর ছিল সেই বাসেই নীলকুসুম স্কুলে যেত । এরপরই ধীরে ধীরে শাহবাজ ও নীলকুসুমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে সম্পর্ক খারাপ হয় ৷