মেষ : আপনার ব্যক্তিগত জীবনে একটি সাধারণ দিন কাটবে । কাজের চাপে আপনার প্রেমের সম্পর্ক দূরে থাকবে । আপনি সবকিছু এই মূহুর্তে করতে চাইবেন । আজকে ধীরস্থির থাকতে হবে । কোন ঝুঁকি পূর্ণ কাজ করতে যাবেন না । যদি কোন চাকরী করেন, তবে আজ আপনাকে কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে ।
বৃষ : আজকের দিনে আপনি প্রচুর টাকা উপার্জন করবেন । নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে । আপনার সমস্ত প্রচেষ্টার সুফল পাবেন । আজ আপনি আপনার কর্মোদ্যম বাঁচিয়ে রাখতে চাইবেন । এই উদ্যম আপনাকে জীবনের অন্যক্ষেত্রে আরও ভালো ফলাফল এনে দিতে সাহায্য করবে । আপনার পক্ষে ভালো হবে যদি আপনি নিজের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে নিজের কঠোর পরিশ্রম বজায় রাখেন । আপনার সহকর্মীরা আপনাকে ঈর্ষা করতে পারে ।
মিথুন : আজ আপনি অন্যদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে পারবেন । প্রিয়জনকে নিজের উপস্থিতি ও উপহার দুইয়ের মাধ্যমেই খুশি করবেন । প্রিয়জনের জন্য উপযুক্ত উপহার খুঁজতে আপনি অনেক দোকান ঘুরে ফেলবেন ।
কর্কট : আজকের দিনটা এমন কিছু বিশেষ নয় । আপনি দৈনন্দিন কাজকর্ম করবেন আর তার মাধ্যমেই পার্থিব তৃপ্তি খুঁজে পাবেন । অ্যাডভেঞ্চার, উত্তেজনাহীন জীবন মানেই কর্মহীন হওয়া নয় । সন্ধ্যার মধ্যে, আপনি বুঝে যাবেন যে আগামীকাল আজকের মত একঘেয়ে হবে না ।
সিংহ : আজ সমস্ত কাজ আপনি সাহসের সাথে করতে পারবেন । শেষ কয়েক মাসের পরিশ্রমের পুরষ্কার আজ পাবেন । আজকের কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি পরিকল্পনা সূচী তৈরি করুন । বেশী চাপ নিয়ে কাজ করবেন না, স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন ।
কন্যা : আজ আর একঘেয়ে দৈনন্দিন কাজ করতে ইচ্ছে করবে না । তবে তিলকে তাল করে ফেলবেন না । তবে কোনকিছুই আপনার কাজের উৎসাহকে কমাতে পারবে না । অন্যদের মন জিতে নেওয়ার জন্য আপনি নতুন সাফল্য অর্জন করবেন ।