পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 November Horoscope: ভাইফোঁটার শুভ দিন, কাটবে কেমন জেনে নিন - 15 নভেম্বর বাংলা রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে কারোর ভাগ্যে রয়েছে বিবাহের যোগও ৷ কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের দৈনিক রাশিফলে ৷ আর আজ ভাইফোঁটা স্পেশাল ৷

Etv Bharat
ভাইফোঁটার বিশেষ রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 6:01 AM IST

মেষ :আপনি খুবই স্পর্শকাতর । আজ অনেকেই আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে । তবে মনে রাখবেন যে, অকারণে বিরক্ত হলে শুধু জটিলতাই তৈরি হবে । সমস্যার জট খোলার জন্য নির্জন স্থানে বসে চিন্তা করুন ।

বৃষ : আপনার আশেপাশের লোকজন, আপনার বিবেচক এবং সহমর্মী দিকটি দেখতে পেয়ে বিস্মিত হবেন । প্রচুর সমস্যা আসতে পারে, কিন্তু আপনার ভালোবাসার মানুষদের সাহায্য নিয়ে আপনি অসাধারণ পারদর্শিতার সঙ্গে সেগুলি সামলাবেন । ব্যক্তিগত সিদ্ধিলাভ আজকে আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে । প্রিয়জনের সঙ্গে বসে আপনি জীবনের ভালো বিষয়গুলির স্মৃতিচারণ করবেন । এই মুহূর্তটি উদযাপন করুন এবং আপনার রোম্যান্সকে আরও শক্তিশালী করে তুলুন । আনন্দময় সময়ের সম্ভাবনা আছে আজ । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই, এই দিনটি সম্পূর্ণ সন্তুষ্টির প্রতিশ্রুতি নিয়ে আসে ।

মিথুন : আজকে আপনি সম্ভবত নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন । স্ব-নিযুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসা থেকে বিশাল মুনাফা প্রত্যাশা করতে পারেন । আপনি হয়তো কাজের জায়গায় বেশি সময় কাটাবেন এবং পরিবারকে কম সময় দেবেন । আপনাকে কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে । সবকিছু সহজ করে তোলার ক্ষেত্রে আপনি প্রিয়তমের খুব বেশি সাহায্য পাবেন না । মতপার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে আজ । অফিসে নানারকম কার্যকলাপ হবে এবং আপনি সম্ভবত জটিল সমস্যার সমাধানে মগ্ন থাকবেন ।

কর্কট : আজকে আপনার হয়তো এমন কিছু অভিজ্ঞতা হবে, যা জীবনকে সম্পূর্ণ পালটে দেবে । ছোট ঘটনা, কোনও পর্যবেক্ষণ, কোনও দুঃখজনক ঘটনা, কোনও বিপর্যয় বা সহজ কোনও ভাবনাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ । যদিও আপনি এই পরিবর্তন খুব ভালোভাবে মেনে নিতে পারবেন না । আপনার স্বাস্থ্যের উপর হয়তো এর খুব জোরালো প্রভাব পড়বে । আপনি জীবনসঙ্গীকে যত বেশি সম্মান করবেন, তার পরিবর্তে ততই বেশি ভালোবাসা পাবেন । সাংসারিক কিছু কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে । আপনি হয়তো আপনার প্রিয়তমের থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন ।

সিংহ : ঐকান্তিক প্রাণশক্তি আর অকপট মনোভাব, একসঙ্গে মেশালেই পাওয়া যাবে সিংহ রাশির মানুষ, এটাই তাদের বিশেষত্ব । আপনার মধ্যেও এই বিশেষত্ব আছে, তাই আজ যদি উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটে তাতে অবাক হওয়ার কিছু নেই । সেটা বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে আবার কেরিয়ারের সাফল্যও হতে পারে । যাই হোক না কেন, আজ আপনার সামাজিক অবস্থান বিশেষভাবে উন্নত হতে চলেছে ।

কন্যা : দলপতি হিসাবে আপনি অত্যন্ত সফল এবং আপনার দল পরিচালনার দক্ষতা আজ বিশেষ প্রশংসা পাবে । বহু অপেক্ষার পর আজ প্রোমোশন পাওয়া যেতে পারে, সেই সঙ্গে অতিরিক্ত অর্থকড়ি আসারও সম্ভাবনা থাকবে । এই সবই আপনি অর্জন করতে চলেছেন কাজ ও সংসার সামলানোর মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে ।

তুলা : ‘খাল কেটে কুমির আনা’ কথাটা জানেন তো ? আজকে আপনি ঠিক এটাই করতে চলেছেন, অবশ্য অনিচ্ছাকৃতভাবে । বিশেষ করে যদি উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন, নিজের দোষেই সমস্যায় পড়তে পারেন । আইনি বিবাদের সম্ভাবনাও থাকছে আজ ।

বৃশ্চিক :আপনার চরিত্র আজ আপনার আত্মবিশ্বাসের কারণ হবে । এমন কাজ হাতে নেওয়ার চেষ্টা করুন যার জন্য অসীম প্রচেষ্টার দরকার, আপনি সফল হতে পারবেন । আপনার কর্মশক্তি ও প্রফুল্ল স্বভাব অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে আর সকলকে হতবাক করে দেবে ।

ধনু : আজকের দিনটি দীপ্তিময়, অচঞ্চল । দিনটা সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কাটিয়ে জীবনে একটু বৈচিত্র্য আনুন, তাদের সংসারের কাজে সাহায্যও করতে পারেন । রান্না করা, ঘর পরিষ্কার করার মত নিত্যদিনের কাজও আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের এক দৃঢ় বন্ধন তৈরি করবে ।

মকর : আপনি যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে স্বাস্থ্য ও খ্যাতি উভয়ই লাভ করবেন, আবার ইঞ্জিনিয়ার হলে নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন । তবে, যা করবেন জেনে-বুঝে করবেন, একটু ভুলের জন্য প্রচুর আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, আর এতদিনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনুতাপ করে কিছু ফেরানো সম্ভব নয় । আপনার সামাজিক অবস্থান আগের থেকে জোরালো হবে ।

কুম্ভ : টাকাকড়ি সংক্রান্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সব ধরনের আর্থিক লেনদেনে আপনার পরিবার আপনার উপস্থিতি কামনা করবে । কাজের জায়গায়, পরিস্থিতি বেশ স্বচ্ছন্দ থাকবে । নতুন প্রোজেক্টও পেতে পারেন আজ । সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ ।

মীন : আজ নিত্যকর্ম থেকে দূরে থাকতে আপনি বিনোদন, আনন্দ ও বিশ্রামকে বেছে নেবেন । আজ নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে । এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মন দিতে হবে । পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আপনি ভালো বোধ করবেন আজ ।

আরও পড়ুন :

1. এইসব দেশে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন

2.পান্নালাল ভট্টাচার্যের বিখ্যাত শ্যামা সঙ্গীত এবার নতুন আঙ্গিকে গাইলেন রণজয়

ABOUT THE AUTHOR

...view details