পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope For 7th December: আজ ভাগ্য সহায় থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে... - রাশিফল

পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও ৷ কেউ ব্যবসায় উন্নতি লাভ করবেন ৷ প্রেমজীবন দারুণ কাটবে কারও ৷

Horoscope For 7th December
রাশিফল

By

Published : Dec 7, 2021, 5:30 AM IST

মেষ রাশি

মেষ- আপনি প্রিয়তমের সঙ্গে অনেকটা ভাল সময় কাটাতে না পারলেও, যেটুকু সময় একসঙ্গে কাটাবেন তাই আপনাকে চনমনে করে তুলবে। সঙ্গীর জন্য ছোট্ট একটি চিন্তা হলেও আপনি আরও ভাল কথাবার্তা বলতে পারবেন। সব মিলিয়ে আজকে আপনার ভাগ্য খুবই ভাল যাবে। উপার্জন বাড়ানোর নতুন রাস্তা আপনি খুঁজে বার করতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় তথ্য আপনি জোগাড় করতে পারবেন। নক্ষত্রেরা আপনাকে পেশারক্ষেত্রে সমর্থন জোগাবে।

বৃষ রাশি

বৃষ- ব্যক্তিগত জীবনে যা যা ঘটছে তা নিয়ে আপনি হয়ত খুশি থাকবেন না। মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য সহকারে সমস্যা নিয়ে আলোচনা করা ও অবিলম্বে তা মিটমাট করে ফেলা আদর্শ। আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন ৷ সম্পর্কও মসৃণভাবে এগোবে। আজকে আপনার আর্থিক পরিস্থিতি ভালর দিকে পাল্টাবে। আজকে আপনার মেজাজ লোকজনের কাছে রহস্যময় মনে হবে। এরকম হতে পারে যে এই কারণে অফিসে অযাচিত আলোচনা শুরু হবে।

মিথুন রাশি

মিথুন- আজকের দিনটি খুশি ও আনন্দে ভরা। আপনার প্রেম জীবন একদম আদর্শ কাটবে। লোকজন আপনাকে নিয়ে ঈর্ষাণ্বিত হতে পারে ও তার প্রভাব আপনার শক্তির উপর পড়তে পারে। তুচ্ছ মন্তব্যে বিব্রত না হওয়ার চেষ্টা করুন। আজকে আপনাকে সজাগ থাকতে হবে নতুবা রুটিন কাজে আপনার অনেক সময় নষ্ট হবে। আরও চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনার অনুপ্রেরণার প্রয়োজন হবে এবং দৈনন্দিন কার্যকলাপ আপনাকে কখনই সেই প্রেরণা দেবে না।

কর্কট রাশি

কর্কট- আজ আপনি প্রবল উৎসাহী ও উদ্যমী থাকবেন। কাজের জায়গায় সাধারণ জ্ঞানের থেকে আবেগ বেশি গুরুত্ব পাবে। দিন এগোনোর সঙ্গে সঙ্গে যদিও পরিস্থিত ভাল দিকে যাবে। আপনি যে ঋণ নিয়েছেন তা পরিশোধ করার কথা ভাবতে পারেন। ধীরে ধীরে আপনি আপনার রোজকার একঘেয়ে কাজ উপভোগ করতে শিখবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি গড়পড়তা যাবে। কিন্তু বাইরে কোথাও না খাওয়ার চেষ্টা করুন ৷ কেননা, হজমের সমস্যা হতে পারে। সামান্য গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে।

সিংহ রাশি

সিংহ- ব্যবসায়িক সফর করার জন্য এটি একটি শুভ সময়। ধর্মীয় ও শিক্ষার সাধনা যথেষ্ট পুরষ্কৃত হবে। দিনের পরের দিকে কিছু সমস্যা সমাধান করা জন্য আপনি মনোযোগ সঠিক দিকে চালনা করবেন। আজকে আপনাকে প্রচুর মানসিক পরিশ্রম করতে হবে। এরকম সম্ভাবনা আছে যে আপনার প্রিয়তম কিছু ব্যাপারে আপনার সঙ্গে একমত হবেন না, কাজেই আপনাকে মানিয়ে নিতে হবে। সমঝোতাই খুশির মূল চাবিকাঠি।

কন্যা রাশি

কন্যা- সহকর্মীদের সাহায্য করার ফলে আপনি প্রচুর সুনাম কুড়োবেন। উপরওয়ালারা আপনার কাজে প্রচণ্ড খুশি হবেন। বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা হবে। ভালবাসার মানুষের সান্নিধ্য উপভোগ করুন। ব্যক্তিগত ক্ষেত্রে একটি শান্ত ও অসাধারণ দিন দেখতে পাওয়া যাচ্ছে। মোটের উপর আপনি কাজের ক্ষেত্রেও অনেক বেশি সুশৃঙ্খভাবে এগোবেন। যদিও অর্থ উপার্জনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে বারণ করা হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না।

তুলা রাশি

তুলা- আমরা সবাই সেইসব গল্পের মতো, যার শেষে একটা মোচড় আছে, তাই না ? ধৈর্য ধরে থাকুন, পেশার ক্ষেত্রে আপনি হয়ত সেরকমই একটি আঁকাবাঁকা রাস্তা ধরে চলেছেন। আপনার জন্য সবকিছুরই উত্তর হল কঠোর পরিশ্রম। কিন্তু প্রত্যয় ও আত্মবিশ্বাসকেও কিছুটা জায়গা ছাড়ুন। আপনি সম্ভবত বন্ধুদের ও আপনার পছন্দের মানুষের সান্নিধ্যে আজকের দিনটি শেষ করবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক- পেশার দিক থেকে যেসব ধাঁধাঁগুলি আপনাকে এতদিন বিপদে ফেলছিল সেগুলির উত্তর পাবেন। পেশা নিয়ে আপনার যে বিভ্রান্তি তা নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করুন। আপনাকে মনখোলা ও নমনীয় হতে হবে। আপনি যে শুধু উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন তাই নয়, আপনার রোম্যান্টিক সম্পর্কও মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালই। কর্মক্ষেত্রে যদিও আপনাকে কিছু ওঠানামার সম্মুখীন হতে হবে।

ধনু রাশি

ধনু- হস্তশিল্প নিয়ে আপনি মুগ্ধ ও এটিকেই আপনার ব্যবসা করতে চান। আপনি সাংসারিক মানুষ ও আপনার প্রিয়জনদের দিকে আপনি প্রচুর মনোযোগ দেন। আবেগ ও ঘনিষ্ঠতা রোম্যান্স বাড়িয়ে তুলবে ও আপনি প্রেমরসে নিমজ্জিত হবেন। আপনার কিছুকে গুরুত্ব না দেওয়ার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না। স্বাস্থ্য ও সুস্থতার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভাল। আপনার আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে।

মকর রাশি

মকর- আপনি যাই করেন তাতেই মনপ্রাণ ঢেলে দেন। এই একনিষ্ঠতার সাহায্যেই আপনি সেরা ফলটি পান। যদিও এতে আপনি নিজের সব শক্তি নিঃশেষ করে ফেলেন ৷ কাজেই আপনাকে কাজ ভাগ করে নেওয়া শিখতে হবে। এর ফলে যে শুধু আপনার কাঁধের বোঝাই হালকা হবে তা নয় চূড়ান্ত ফলের মানও উন্নত হবে। দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে পড়বেন।

কুম্ভ রাশি

কুম্ভ- সতর্ক থাকুন ৷ আপনার বসের রাগ হয়ত দুর্ভাগ্যবশত আপনার উপরেই প্রকাশ পাবে। আপনি আরও হতাশ হবেন, কেননা আপনার সহকর্মীরা হয়ত আপনাকে পুরোপুরি মন থেকে সমর্থন করবেন না। কিন্তু সন্ধ্যাবেলাটি আপনি পুরোপুরি নিজের পছন্দ অনুযায়ী কাটাতে পারবেন। আপনাকে ভাল ও খারাপ দুই সময়েই ধীরস্থির থাকতে শিখতে হবে বিশেষত আর্থিক বিষয়ের ক্ষেত্রে। আজকে যদিও টাকার দিক থেকে গড়পড়তা দিন কিন্তু, সামনে ভাল সময় আসতে চলেছে।

মীন রাশি

মীন- আপনার ভাল সময় আসতে চলেছে ৷ তা পদোন্নতি বা বেতনবৃদ্ধি যা খুশি হতে পারে। সব মিলিয়ে আপনি খুশি থাকবেন ও হয়ত কাজের মান উন্নত করার চেষ্টা করবেন। অন্যের থেকে প্রশংসা পেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। দিনের শুরুর দিকে আপনি পেশাগত লক্ষ্যের পিছনে ছুটবেন। আর্থিক বিষয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না।

ABOUT THE AUTHOR

...view details