পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope for 6th December: আর্থিক দিক থেকে ভাল দিন কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

ভাল সুযোগ পাবেন কেউ ৷ পরিবারের সঙ্গে দারুণ দিন কাটবে কারও ৷ কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন কেউ কেউ ৷

Horoscope for 6th December
রাশিফল

By

Published : Dec 6, 2021, 12:01 AM IST

মেষ রাশি

মেষ- পরিবার ও কাজ দুটিই আপনার মনোযোগ চাইবে বলে, আপনি দোটানায় ভুগবেন। সন্ধ্যাটি আপনি মজা করার জন্য রেখে দেবেন। আপনি জনপ্রিয় হতে চান এবং শীঘ্রই আপনার এই আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনি খুবই উৎসাহী থাকবেন এবং কাছের ও প্রিয় মানুষদের সঙ্গে একটি মজাদার সন্ধ্যা উপভোগ করবেন। আর্থিক দিক থেকে আজকে আপনি খুবই ভাগ্যবান থাকবেন। আজকের দিনটিতে আপনার তহবিল অর্থে ভরে উঠবে।

বৃষ রাশি

বৃষ- আজকে আপনি দিনের বেশিরভাগ সময়টাই আপনার স্বাস্থ্য এবং সুস্থতার পিছনে ব্যয় করবেন। ব্যবসায়িক ভোজনের মাধ্যমে কিছু বাকি থাকা লেনদেন সফল হবে। গবেষণার কাজ প্রত্যাশার থেকে বেশি উন্নতি করবে। কিন্তু, আজকের দিনটি আর্থিক দিক থেকে অত ভাল নয়। আপনার মনে হবে যে, অন্যদের থেকে আপনি যদি কাঙ্ক্ষিত সমর্থন না পান তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। আজকে আপনি একটু অন্যরকম মেজাজে থাকবেন। আপনার কাজ থেকে আপনার মনের স্থিরতার পরিচয় পাওয়া যাবে।

মিথুন রাশি

মিথুন- ব্যক্তিগতক্ষেত্রে আনুগত্য সংক্রান্ত বিষয়গুলি হয়তো আপনাকে খুব সাবধানে সামলাতে হবে । সম্পর্ক যাতে দীর্ঘস্থায়ী হয় তা নিশ্চিত করাকে প্রাধান্য দিতে হবে। আপনার সঙ্গীকে বিশ্বাস করে স্বাধীনতা দেন তাতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে ৷ আজকে হয়ত আপনি আপনার আর্থিক শৌর্য দেখাতে চাইবেন ও সেই কারণে নিজের ভাবমূর্তির পরিবর্তন করবেন। জলের মতো টাকা খরচ করে আপনি অন্যদের মুগ্ধ করতে চাইবেন । তাই আপনাকে আয় বুঝে ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ৷

কর্কট রাশি

কর্কট- ব্যক্তিগত জীবনের ব্যাপারে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি শুধু ভাল সময় আসার জন্য অপেক্ষা করতে পারেন। স্পর্শকাতর বিষয় সামলানোর সময় ধৈর্যশীল থাকুন। আজ আপনি সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের উপরে মনোযোগ দেবেন ৷ তারা আপনাকে উপার্জনের রাস্তা বাতলাতে পারবেন। আপনার যদি আজ টাকার প্রয়োজন হয় তাহলে ঋণের আবেদন করলে তা মঞ্জুর হবে।

সিংহ রাশি

সিংহ- আজ প্রিয়তমের প্রতি আপনি খুবই আকৃষ্ট হবেন। আপনি কর্তৃত্ব ফলাবেন না ৷ কিন্তু, আপনি সম্ভবত আপনার ভালবাসার মানুষটির যত্ন করবেন ৷ অভিনব উপায়ে আপনার প্রেমের কথা প্রকাশ করবেন ৷ তার ফল খুবই উৎসাহব্যঞ্জক হবে । আর্থিক দিক থেকে আজ আপনার জন্য শুভ দিন । আপনার পরিশ্রমের ফলে বাড়তি অর্থ উপার্জন করবেন ৷ বন্ধুরা আপনাকে কোনও লাভজনক প্রকল্পের সন্ধান দিতে পারে । আপনার উদ্যমই আজ আপনাকে শক্তি জোগাবে।

কন্যা রাশি

কন্যা- আপনার প্রিয়তমের সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন। এই সময়টি ভাল, কেননা আপনি দক্ষতার সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে পারবেন। আপনার বাড়ি গোছানোর বা নতুন করে সাজানোর ইচ্ছা হবে ৷ ফলে,সাংসারিক বিষয়ে কিছু খরচ হবে। আজকের দিনে নতুন বাড়ি বা গাড়ি কেনার ইঙ্গিত আছে। যদিও আজকের খরচের হিসেব নিয়ে আপনাকে কাজ করতে হবে। পেশারক্ষেত্রে আপনার হয়ত সমস্যার সমাধান পেতে দেরি হবে। জটিল পরিস্থিতি সামলাতে সমস্যা হতে পারে।

তুলা রাশি

তুলা- আপনার ব্যক্তিগত জীবন অবিচলিত থাকবে। আপনার সঙ্গীর যদি দিনটি ভাল না কেটে থাকে তাহলে, তাঁর মেজাজের দিকে খেয়াল রাখবেন ৷ তাঁর সঙ্গে মনোমালিন্যে জড়াবেন না ৷ আপনি শুধুমাত্র আপনার সঙ্গীকে শান্ত হতে সাহায্য করতে পারেন । আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটবে ৷ আর্থিক উৎসগুলি ভাল-মন্দ মিশিয়ে থাকবে ৷ তাই, আজ আপনি খুব বেশি লাভ কিংবা লোকসান নিয়ে ভাবনা-চিন্তা করবেন না ৷ যদিও কর্মক্ষেত্রে মিটিংয়ের জন্য আজকের দিনটি শুভ ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক- আপনি যদি প্রায়শই আপনার সঙ্গীর ভুল ধরিয়ে দেন, তাহলে সম্পর্কে চিড় ধরতে পারে ৷ সম্পর্কের খাতিরে এই সতর্কতা অবলম্বন করুন। সব পরিস্থিতিই যত্ন সহকারে সামলাতে হবে। যারা নিজেদের জন্য কাজ করেন যেমন- ফ্রিলান্সার বা ব্যবসায়ী ৷ তাদের আজ আর্থিক দিক থেকে ভাল দিন যাবে। আপনার মার্কেটিংয়ের নতুন কৌশল ভাল ফল নিয়ে আসবে। অফিসে সোজাসাপ্টা না হওয়াই ভাল ৷ বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হল ৷

ধনু রাশি

ধনু- আজ পারিবারিক জমায়েতের সম্ভাবনা প্রবল ৷ আজকের দিনটি আপনার ভরপুর উদ্যমে কাটবে। ঘনিষ্ঠদের স্বাগত জানাবেন ৷ প্রিয় মানুষের সঙ্গে মধুর সময় কাটাবেন ৷ বাড়িতে পরিবারের সঙ্গে মজায় দিন কাটাবেন ৷ কেনাকাটা করতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হবে ও তার ফলে আপনি অতিরিক্ত খরচ করে ফেলবেন । আয় বুঝে ব্যয় করুন ৷ আজ সারাদিন আশা ও আত্মবিশ্বাস আপনাকে সঙ্গ দেবে। সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালই কাটবে ৷

মকর রাশি

মকর- সঙ্গীর সঙ্গে আপনার নেওয়া পরিকল্পনায় মনের মিল হতে পারে ৷ আধ্যাত্মিক চর্চায় আপনি মনোনিবেশ করবেন ৷ আর আজকের দিনটি এই বিষয়ে আপনার জন্য শুভ ৷ আপনি মানুষ ও পৃথিবীকে এক বৃহত্তর মহাজাগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবেন ৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের অযাচিত উপদেশ মতামত বা পরামর্শ দিতে চাইবেন ৷

কুম্ভ রাশি

কুম্ভ- আপনার ভাগ্য আজ সুপ্রসন্ন। ভালবাসার মানুষটির মেজাজ ফুরফুরে থাকবে। তার সঙ্গ আপনাকে প্রবলভাবে অনুপ্রাণিত করবে । কোনও একটি নির্দিষ্ট জিনিস কেনা যুক্তিযুক্ত হবে কিনা তা নিয়ে প্রবল ভাবনাচিন্তা না করে ঠিক করুন যে সেই খরচটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় ৷ প্রয়োজন বুঝে কাজে নিযুক্ত হন ৷ আজ কর্মক্ষেত্রে মুনাফা দ্বিগুণ হতে পারে ৷

মীন রাশি

মীন- আজকের দিনে আপনি ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন ৷ যদিও সম্পর্কের ব্যাপারে কিছু বিষয় আপনাকে সামলাতে হতে পারে। আপনার ও সঙ্গীর পরস্পরের মধ্যে বোঝাপড়া আরও উন্নত হতে পারে। আজকে আপনার কাজ করার দিকেই বেশি মন থাকবে । আপনি টাকার পিছনে দৌড়বেন না বরং কাজের পিছনে ছুটুন ৷ টাকা নিজে থেকেই আসবে। কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার বা পুনর্নির্মানের একটি আদর্শ সময় ৷

ABOUT THE AUTHOR

...view details