পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope For 30th November : কী আছে কপালে, চোখ রাখুন রাশিফলে... - রাশিফল

কারও প্রিয়জনের সঙ্গে ভাল দিন কাটবে ৷ নানা কাজে সাফল্য পাবেন কেউ ৷ কারও কর্মক্ষেত্রে উন্নতি লাভের সুযোগ রয়েছে ৷

Horoscope For 30th November
রাশিফল

By

Published : Nov 30, 2021, 12:03 AM IST

মেষ

মেষ- আগের পরিকল্পনাগুলি কার্যকর না হওয়ার জন্য মন খারাপ করবেন না। আজ পুনর্মূল্যায়নের দিন । দিনের মাঝামাঝি সময়ের মধ্যে আপনি অনেক কিছুই সামলে নিতে পারবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে । জীবন এমনই অনেক সাফল্যকে অর্জন করার আগে পর্যন্ত আপনাকে এভাবেই লড়াই করে যেতে হবে ।

বৃষ

বৃষ- আজ স্মৃতির পাতা খুলে বসার দিন । আনন্দের পুরনো দিনগুলি মনে করে আপনার মুখে হাসি ফিরে আসবে। কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যার জন্য আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অনুভূতি বোধ হবে। স্বামী বা স্ত্রীর মধ্যে তুলে রাখা আলোচনাগুলি সেরে নিতে দেরি করবেন না ৷ এর ফলে আপনার জীবনে আরও ভালবাসার সঞ্চার হবে।

মিথুন

মিথুন- আপনার জন্য একটা ব্যস্ত ও বিশ্রামহীন দিন অপেক্ষা করছে। ফেলে রাখা কাজ সময়সীমার মধ্যে শেষ করতে চেষ্টা করবেন। তবে দুপুরের পর থেকে কাজের চাপ কিছুটা কমবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ডিনার বা সিনেমা দেখার পরিকল্পনাও করতে পারেন।

কর্কট

কর্কট- আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এর ফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন এবং হাতে পাওয়া নতুন দায়িত্বগুলি পূরণ করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

সিংহ

সিংহ- দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও শক্তি অর্জন করে নিতে হয়। সেইসঙ্গে আজ দায়িত্ব আরও একটু বাড়বে। দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে বলে মনে হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো তো সহজ কথা নয়।

কন্যা

কন্যা- আজ সাংসারিক দায়িত্ব পালন করা সবথেকে বড় কাজ হবে। অধস্তন ব্যক্তিরা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। তবে মনে রাখবেন আপনার প্রচেষ্টা যত বেশি হবে প্রত্যাশা পূরণের সম্ভাবনাও তত বাড়বে । কয়েকজনের থেকে সাবধান থাকবেন।

তুলা

তুলা- অন্য চিন্তায় ডুবে আছেন তাই প্রিয়জনকে তেমন একটা মনোযোগ দেবেন না। বন্ধু এবং প্রিয়জনের কাছ থেকে সহায়তা নিতে দ্বিধা বোধ করবেন না। হঠকারী ব্যয়ের অভ্যাস আপনাকে টাকা-পয়সা বিনিয়োগ বা নষ্ট করার আগে দুবার চিন্তা করতে বাধ্য করবে। তবে আপনার প্রাথমিক প্রকৃতি এবং ভাগ্য হয়তো বেপরোয়া ব্যয় আটকাতে সাহায্য করতে পারে। চলমান জিনিসে শ্যাওলা ধরে না। কাজের জায়গায় একই স্থানে আটকে থাকবেন না। পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে এটাই পরিবর্তনের ভাল সময়।

বৃশ্চিক

বৃশ্চিক- আবেগে ভেসে গিয়ে বোকার মতো কাজ করবেন না। আজ দুটি সেরা বিষয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভুগবেন। তবে, কথায় আছে সঠিকটিকে বেছে নেওয়া সহজ কথা নয়। বাস্তববুদ্ধি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিন।

ধনু

ধনু- আজ সারাদিনটাই কাজ সংক্রান্ত মিটিংয়ে কেটে যাবে। সহকর্মীদের পরামর্শ নিয়ে নিজের কাজে আরও উন্নতি করার চেষ্টা করতে পারেন। লম্বা সময়ের জন্য এই পরামর্শগুলি খুবই উপযোগী হবে।

মকর

মকর- আজ আপনার যুক্তি প্রয়োগের ক্ষমতা তীব্র হবে। যাঁরা নিজেদের কর্মজীবন শুরু করতে চলেছেন তাঁদের মধ্যে টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ায় চাকরি নেওয়ার ঝোঁক দেখা যাবে। আপনার আধ্যাত্মিক দিক সক্রিয় থাকবে এবং বিশেষ করে ধর্মীয়স্থান আপনাকে শান্তি প্রদান করবে।

কুম্ভ

কুম্ভ- দিনের শুরুটা বেশ আনন্দময় হবে। আপনি পরিশ্রমী, ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেন আর নিজের প্রয়োজন অনুসারে ফলাফল পান। দিনের শেষে নিজের সুন্দর, রোম্যান্টিক দিকটা খুঁজে পাবেন। সন্ধ্যা কাটাবেন প্রিয়জনের সঙ্গে।

মীন

মীন- আপনি যদি কোনও প্রোজেক্ট বা টিমের লিডার হন তাহলে এই দিনটা আপনারই। আপনার উৎসাহ ও সৃষ্টিক্ষমতা সহকর্মীদের মধ্যে এক উদ্দেশ্য ও লক্ষ্যের ধারণা তৈরি করবে। আজ ফলের তুলনায় লক্ষ্য পূরণের প্রক্রিয়া সম্পর্কে বেশি উদ্বিগ্ন হবেন। কাজের দিকে অগ্রগতি ঘটানোর জন্য আজ শুভদিন । ব্যক্তিগত জীবনে বিশেষ কোনও ঘটনা ঘটবে না । পরিবারের সদস্যরা চাইবেন আপনি তাঁদের চাহিদাগুলির দিকে মনোযোগ দিন।

ABOUT THE AUTHOR

...view details