পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope for 18th August : কারও ভাগ্যে অর্থলাভ, নতুন দায়িত্ব পাবেন কেউ - Horoscope

কোনও রাশির জাতক-জাতিকারা দাম্পত্য জীবনে সুখ-শান্তি এবং সমৃদ্ধি পাবেন ৷ আবার কাউকে আজ বিনিযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ৷ কেমন কাটবে আজকের দিন, জেনে নিন রাশিফল ৷

Horoscope
রাশিফল

By

Published : Aug 18, 2021, 6:07 AM IST

মেষ

মেষ : পরিবার ও কাজ, দুটিই আপনার মনোযোগ চাইবে বলে আপনি দোটানায় ভুগবেন। সন্ধ্যাটি আপনি মজা করার জন্য রেখে দেবেন। আপনি জনপ্রিয় হতে চান এবং শীঘ্রই আপনার এই ইচ্ছা পূরণ হবে। আপনি খুবই উৎসাহী থাকবেন এবং কাছের ও প্রিয় মানুষদের সঙ্গে একটি মজাদার সন্ধ্যা উপভোগ করবেন। আর্থিক দিক থেকে আজকে আপনি খুবই ভাগ্যবান থাকবেন। আজকের দিনটিতে আপনার তহবিল অর্থে ভরে উঠবে।

বৃষ

বৃষ : আজকে আপনি দিনের বেশিরভাগ সময়টাই, আপনার স্বাস্থ্য এবং সুস্থতার পিছনে ব্যয় করবেন। ব্যাবসায়িক ভোজনের মাধ্যমে, কিছু বাকি থাকা লেনদেন সফল হবে। গবেষণার কাজ, প্রত্যাশার থেকে বেশি উন্নতি করবে। কিন্তু, আজকের দিনটি আর্থিক দিক থেকে অত ভাল নয়। আপনার মনে হবে যে, অন্যদের থেকে আপনি যদি ইচ্ছুক সমর্থন না পান, তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। আজকে আপনি একটু অন্যরকম মেজাজে থাকবেন। আপনার কাজ থেকে আপনার মনের স্থিরতার পরিচয় পাওয়া যাবে।

মিথুন

মিথুন : আজকে আপনার অনেক নতুন দায়িত্ব আসবে ও আপনার সব লেনদেনেই অনেক মুনাফা হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন । আপনি আপনার সঙ্গীর বাসনা ও প্রত্যাশার দিকে মন দিতে চাইবেন। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার মূলমন্ত্র হল সমঝোতা। আপনি সঙ্গীকে বুঝতে পারলেই সবকিছু মসৃণভাবে এগোবে। কাজের ক্ষেত্রে ওপরওয়ালাদের মুগ্ধ করতে আপনাকে বেগ পেতে হবে। যদিও দিনের শেষে, তা করতে আপনি সফল হবেন।

কর্কট

কর্কট : আজকে আপনাকে জাগলারের ভূমিকায় নামতে হবে। একসঙ্গে অনেক কাজ করতে হবে ৷ যদিও চিন্তার কারণ নেই, আপনি খুবই উদ্যমী ও কুশলী থাকবেন। জমে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে। চোখের পলকে অসম্ভব সব কাজ সম্পন্ন হবে। কাজের জায়গায় যেহেতু আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি হয়ত কাছের প্রিয় লোকদের সময় দিতে পারবেন না।

সিংহ

সিংহ : আজ প্রিয়তমের প্রতি আপনি খুবই আকৃষ্ট হবেন । আপনি কর্তৃত্ব ফলাবেন না, কিন্তু আপনি সম্ভবত আপনার ভালবাসার মানুষটির যত্ন করবেন ৷ অভিনব উপায়ে আপনার প্রেমের কথা প্রকাশ করবেন ৷ তার ফল খুবই উৎসাহব্যঞ্জক হবে । আর্থিক দিক থেকে আজ আপনার জন্য শুভ দিন । আপনার পরিশ্রমের ফলে বাড়তি অর্থ উপার্জন করবেন ৷ বন্ধুরা আপনাকে কোনও লাভজনক প্রকল্পের সন্ধান দিতে পারে । আপনার উদ্যমই আজ আপনাকে শক্তি জোগাবে ।

কন্যা

কন্যা : যদি মানবিকতার কোনও শারীরিক আকার থাকত, তবে আপনি অবশ্যই তার জন্য মনোনীত হতেন। আজকে মূল্যবোধ ও বাস্তববাদিতার সেরকমই মিশ্র দিন। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য কৌশল তৈরি করুন। বিষটির মূল চিত্রটি দেখুন। হোমথিয়েটার বা বড় টিভি কেনার জন্য আজ ভাল দিন, কেননা আপনি বাড়িতে পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন ও তাতে আপনার জীবনযাত্রা ও রুটিন উন্নত হবে।

তুলা

তুলা : গতকাল রাতে টিভিতে যে বর্ম দেখেছেন, তা কেনার জন্য ভাল সময়। অন্তত এমন একটা বর্ম খুঁজে বার করুন, যা আপনাকে ওপরওয়ালাদের থেকে ও জীবনের আঘাত থেকে বাঁচাবে। যদি চাকরি প্রার্থী হন, তাহলে সাফল্যের জন্য খাটতে প্রস্তুত থাকুন। নিলামে ডাক দেওয়া বা সিলবন্ধ টেন্ডার অন্য কোনও শুভ দিনের জন্য সরিয়ে রাখুন। তর্কের প্রভূত সম্ভাবনা আপনার সম্পর্ককে চাপের মধ্যে রাখবে।

বৃশ্চিক

বৃশ্চিক : আজকে আপনি একঘেয়ে কাজ থেকে একটু ছুটি নিয়ে রান্না বা বাগান করার মতো সৃজনশীল কাজে হাত দেবেন। আপনি শুধু পরিশ্রম নয়, চতুরভাবে কাজ করতে চাইবেন। আজকে আপনার মাথায় মুনাফা করার ইচ্ছা ঘুরছে, কাজেই আপনি জীবনকে একটু অন্যভাবে দেখবেন। ইতিবাচক ফল পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবেন। অফিসে কোনওরকম বাধা ছাড়াই রুটিন কাজ সম্পন্ন হবে। আপনি নিশ্চিত করবেন যে, আপনার সহকর্মীরা যে আপনার অবদান থেকে লাভ করছে।

ধনু

ধনু : আজ আপনাকে, ভালবাসার মানুষের জরুরি চাহিদার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে। নতুন কোনও জিনিস বা বিষয়ের ব্যাপারে আপনি আপনার সঙ্গীর দ্বারা খুব বেশিরকম প্রভাবিত হবেন। যদিও আপনার সম্পর্ক মসৃণ থাকবে । আজকের দিনে অনেকরকম কাজ করতে হবে। আপনার স্বাস্থ্য ও উদ্যম খুব ভাল থাকায় আপনি অসাধারণভাবে সবকিছু সামলাবেন । আপনার খেলোয়াড়সুলভ মনোভাবের কারণে আজ আপনি অনেকের মন জয় করে নেবেন।

মকর

মকর : আপনার বিনিয়োগ, উত্তরাধিকার, রসিদ ইত্যাদি সবকিছু থেকে আপনার পকেট টাকায় ভরে থাকবে। যখনই আপনি তা সরিয়ে রাখতে চাইবেন, তখনই খরচ করার একাধিক কারণ দেখা দেবে। আয় ও ব্যয় দুইয়ের দিকেই নজর রাখলে আর্থিক সমস্যা এড়াতে পারবেন। আপনি নিস্ফল কাজের পেছনে সময় খরচ করতে না চাইলেও কর্মক্ষেত্রে হয়ত কিছু রুটিন কাজ করতে হতে পারে। এছাড়াও আপনাকে কিছু তুচ্ছ সমস্যার সমাধান করতে হতে পারে।

কুম্ভ

কুম্ভ : বেশিরভাগ সময়েই আপনি যে পথে চলবেন বলে ঠিক করেন তাতেই চলেন, বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন। আজকে আপনি কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন। আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ও তার সঙ্গে ভাগ্যও আপনার সহায়। স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভাল। আজকে গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা ভালই কাটবে। আজকে আপনার উপরে কিছু নতুন দায়িত্বের ভার আসতে পারে।

মীন

মীন : আজকের দিনে আপনি ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন ৷ যদিও সম্পর্কের ব্যাপারে কিছু বিষয় আপনাকে সামলাতে হতে পারে । আপনার ও সঙ্গীর পরস্পরের মধ্যে বোঝাপড়া আরও উন্নত হতে পারে । আজকে আপনার কাজ করার দিকেই বেশি মন থাকবে । আপনি টাকার পিছনে দৌড়বেন না, বরঞ্চ কাজের পেছনে ছুটুন ৷ টাকা নিজে থেকেই আসবে । কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার বা পুনর্নির্মাণের একটি আদর্শ সময় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details