নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:খুব শিগগিরই ভারতের সঙ্গে তিস্তার জলবণ্টন (Sheikh Hasina) নিয়ে সমস্যা কেটে যাবে ৷ হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনই আশাপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Hasina on Teesta Treaty)৷ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার উপর জোর দিয়ে, ভারতকে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী বলে উল্লেখ করলেন হাসিনা (India Bangladesh)৷
যৌথ বিবৃতিতে হাসিনা আরও বলেন, "দুটি দেশ অনেক কঠিন সমস্যার সমাধান করেছে ৷ আমরা আশা করব তিস্তা জলবণ্টন চুক্তি-সহ অন্যান্য সমস্যারও খুব শিগগিরই সমাধান হবে ৷" দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা ৷ তিনি বলেন, "মোদির নেতৃত্বের প্রশংসা করছি ৷ তাঁর সময়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেয়েছে ৷ ভারত হল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের প্রতিবেশী ৷"