গোড্ডা, 18 জুলাই : প্রেমিককে ছেড়ে অন্য কারও সঙ্গে ঘর বাঁধতে নারাজ ছিলেন তিনি ৷ জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি পরিবারের লোকজন ৷ অভিযোগ, সেই রাগে বাড়ির মেয়েকে খুন করেছে পরিবারের লোকেরা ৷ ঘটনাটি ঝাড়খণ্ড জেলার গোড্ডার গান্ধিগ্রাম এলাকার ৷ তবে ওই যুবতী মালদার গাজোলের বাসিন্দা ৷
গত 13 জুলাই গান্ধিগ্রামের জামজোড়ির একটি পুকুরে বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধার হয় ৷ তবে দেহটি শনাক্ত করা যায়নি ৷ কারণ মৃত যুবতী ওই এলাকায় পরিচিত ছিল না ৷ পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতের নাম ওলকি কুমারী ৷ বাড়ি মালদার গাজোলে ৷ গ্রামের রুপচাঁদ মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ওলকির প্রেমের সম্পর্ক ছিল ৷ দু‘জনে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু বিয়েতে পরিবারের সম্মতি ছিল না ৷ কিন্তু ওলকি প্রেমিকের সঙ্গে বিয়ের জেদ ধরেই বসেছিলেন ৷ কিছুদিন আগে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়েও যান ৷ পরে পরিবারের লোকেরা তাঁকে ফিরিয়ে আনেন ৷