শ্রীনগর, 6 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা (Jammu-Kashmir Security Review Meet) খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Ajay Bhalla)৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন আধিকারিকরা ৷ একটি জঙ্গি সংগঠন 56 জন কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit) একটি হিট লিস্ট প্রকাশ করেছে ৷ এই তালিকা প্রকাশের পরদিনই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক হল ৷
মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রকের শীর্ষ আধিকারিক, আধাসামরিক বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং প্রশাসনের কর্মীরা ৷ এক আধিকারিক জানিয়েছেন যে, বৈঠকে জম্মু ও কাশ্মীরের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখা হয়েছে ৷ তিনি জানান, এটি ছিল রুটিন মাসিক পর্যালোচনা বৈঠক ৷ সব আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন ৷ তাঁরা বৈঠকে জানান যে, একটি জঙ্গি সংগঠন 56 জন কাশ্মীরি পণ্ডিত কর্মীর হিট লিস্ট প্রকাশ করেছে ৷ এর ফলে এই সম্প্রদায়ের মানুষেরা আতঙ্কে রয়েছেন ৷
পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের ব্লগে 56 জন কাশ্মীরি পণ্ডিতের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যাঁরা প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্যাকেজের আওতায় চাকরি পেয়েছেন ৷ তাঁদের উপর হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে সেই ব্লগে ৷ জঙ্গিদের দ্বারা আক্রান্ত হওয়ার পর পিএমআরপি-র আওতায় চাকরি পাওয়া বহু কাশ্মীরি পণ্ডিত জম্মুতে চলে গিয়েছেন এবং প্রায় 200 দিনেরও বেশি সময় ধরে তাঁরা তাঁদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ৷
আরও পড়ুন:দ্য কাশ্মীর ফাইলসে ভারতের কাশ্মীর নীতির ঝলক ফুটে ওঠে: লাপিদ
সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে সাধারণ নাগরিক ও নিরাপত্তা কর্মীর উপর হামলা এবং অনুপ্রবেশের প্রচেষ্টার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ সরকার সংসদে জানিয়েছে যে, 2019 সালে সংবিধানের 370 ধারা অবলুপ্তির পর থেকে 2022 সালের জুলাই মাস পর্যন্ত জম্মু ও কাশ্মীরে 118 জন সাধারণ নাগরিককে খুন করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 5 জন কাশ্মীরি পণ্ডিত ও 16 জন হিন্দু ও শিখ ৷