চণ্ডিগড়, 16 ডিসেম্বর : আইসিইউ-তে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ । কোরোনায় আক্রান্ত তিনি । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে ।
মেদান্ত হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র ডিরেক্টর ডা. সুশীলা কাটারিয়ার অধীনে চিকিৎসা চলছে অনিল ভিজের । ফুসফুসে সংক্রমণ রয়েছে তাঁর । এর আগে শনিবার হরিয়ানার পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিজিআইএমএস)-এ ভরতি করা হয় তাঁকে । সেখান থেকে গতসন্ধ্যায় তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।