নয়াদিল্লি, 9 অগস্ট: অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে নাম না-করে একদিকে রাহুল গান্ধিকে কটাক্ষ করলেন, অন্যদিকে মোদি সরকারের ভূয়সী প্রসংশা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় । বুধবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর জবাবি বক্তব্য রাখতে গিয়ে ন'বছরে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতিটি বিষয়ের উপরই আলোকপাত করার চেষ্টা করেন অমিত শাহ । তিনি বলেন, "কোনও ছুটি না নিয়ে দিনে 17 ঘণ্টাই দেশের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 30 বছর পর পূর্ণ সংখ্য়াগরিষ্ঠতা যুক্ত সরকার পেয়েছে দেশ। দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছেন মোদি।"
একদিকে যেমন মোদি সরকারের প্রসংশা শোনা গিয়েছে এদিন অমিত শাহের গলায়, তেমনই কংগ্রেস সরকারের তীব্র সমালোচনাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "যারা জন ধন যোজনার বিরোধিতা করে তারা আসলে কাটমানির টাকা পাচ্ছে না বলেই এটা করেছে। কংগ্রেস শুধু কমিশন খেয়েছে ।" একই সঙ্গে, রাহুল গান্ধির নাম না করে অমিত শাহ বলেন, "এমন একজন নেতা একানে আছেন সদনে, যাঁকে 13 বার লঞ্চ করা হয়েছে, আর 13 বারই ফেল করেছে ।" ফের একবার এদিনও অমিত শাহ জোরালো দাবি করেছেন, চব্বিশেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করবে ।