কোচি, 28 অগস্ট:ভুয়ো ফোনে সোমবার বোমাতঙ্ক ছড়ালো কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে 10টা নাগাদ বিমানবন্দরের সিএইএসএফ কন্ট্রোলরুমে একটি ফোন আসে ৷ ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় রানওয়েতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর 6E 6482 বিমানে বোমা রাখা রয়েছে ৷ বিমানটির কোচি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল ৷ এরপরেই বোমাতঙ্ক ছড়ায় ওই বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে ওই ফোনটি করা হয়েছিল ৷
এই হুমকি ফোন আসার পরেই তল্লাশি শুরু হয় ৷ ততক্ষণে ওড়ার জন্য প্রায় তৈরি হয়ে গিয়েছিল ইন্ডিগোর সংশ্লিষ্ট বিমানটি, নির্দিষ্ট রানওয়েতেও পাঠানো হয় সেটিকে ৷ বিমানটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় পার্কিং বে'র এক ফাঁকা জায়গায় ৷ শুরু হয় চিরুনি তল্লাশি ৷ এক শিশু-সহ বিমানের মধ্যে থাকা 139 জন যাত্রীকেই নামিয়ে গেট নম্বর 7 এর কাছে নিরাপদ দূরত্বে পাঠান হয় ৷ প্রোটোকল মেনে, বিমানবন্দরের ডিরেক্টরের নেতৃত্বাধীন নিরাপত্তা কমিটিকে বিষয়টি জানানো হয় ৷ তল্লাশি শুরু করে সিআইএসএফ, বম্ব স্কোয়াড, রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী ৷ যাত্রীদের জিনিসপত্র ভালো করে পরীক্ষা করা হয় ৷ কিন্তু কিছু পাওয়া যায়নি ৷ এরপরেই বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ফোনটি ভুয়ো ছিল ৷ এরপরই বিমনটিকে ওড়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয় ৷ দুপুর 2টো 28 মিনিটে সেটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যায় ৷