পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Daughters Day: প্রশ্ন সমানাধিকারের,মর্যাদার! মেয়েদের জন্মের গুরুত্ব জানান দিতেই 'কন্যা দিবস'

দেশে এখনও ছেলে-মেয়ে তুলনা চলে ৷ 'কন্যা দিবস' সেই অলিথিত নিয়মের বিরোধিতায় । মেয়েরা ঘর, সমাজ, দেশ সর্বস্তরেই নিজেদের যোগ্য প্রমাণ করছেন ৷ তা জানান দিতেই 'কন্যা দিবস'। দিনটির তাৎপর্য জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
কন্যা দিবস পালন

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 6:02 PM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: স্বামী বিবেকানন্দ বলেছিলেন," মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে ; তবে তো দেশের কল্যাণ - ভারতের কল্যাণ ৷" অথচ বাস্তব অন্য কথা বলে ।

বংশ রক্ষায় পুরুষ,বংশ ধরে রাখতেও পুরুষ ৷ তাই জন্ম হোক ছেলের ৷ আমাদের দেশে এখনও বহু পরিবার এই মনোভাবকে পুষে রেখেই পুত্রসন্তান চায়৷ 2023 সালে দাঁড়িয়েও কোল আলো করে ছেলে জন্মের প্রার্থনা করে চলেন অনেকেই ৷ কন্যাভ্রুণ হত্যার খবরও যেন অভ্যাসে পরিণত ৷ কন্যা সন্তান জন্ম এখনও যেন অসম্মানের ৷ তাইতো, জঙ্গলে-ডাস্টবিনে হঠাৎ কেঁদে ওঠে সদ্যজাত কন্যাটি । সেই সংখ্যা সীমাহীন। সমাজের এই প্রচলিত কন্যা সন্তান বিরোধী অলিখিত প্রথার বিরুদ্ধে লড়াই চলে আসছে দীর্ঘ দিন ধরে। সেই লড়াইয়ের একটা পালক 'কন্যা দিবস'। যার সূত্রপাত হয় 2007 সালে ৷ 2007 সাল থেকে সেপ্টেম্বরের চতুর্থ রবিবার কন্যা দিবস হিসেবে পালিত হয়ে থাকে ৷ প্রতিবছর আন্তর্জাতিক কন্যা দিবস পালিত হয়ে থাকে 24 সেপ্টেম্বর ৷ এ বছর চতুর্থ সেপ্টেম্বর ও 24 সেপ্টেম্বর একই দিনে পড়ে গিয়েছে ৷ তাই আজ আন্তর্জাতিক ক্ষেত্রের পাশাপাশি আমাদের দেশেও পালিত হচ্ছে - কন্যা দিবস ৷

সমাজে মেয়েদের গুরুত্ব কী তা বোঝাতে, ভ্রুণহত্যা রুখতে, সমাজের সর্বস্তরে তাদের উপস্থিতি, শিক্ষা ও ছেলেদের পাশাপাশি সব ক্ষেত্রে তাদের অধিকার ও তাদের প্রতি কোনওরকম অবহেলা রুখতেই দিনটি পালন হয়ে থাকে ৷ আমাদের দেশেও মেয়েদের শিক্ষার প্রসারে বিভিন্ন রাজ্যে শুধুমাত্র তাদের জন্যই বেশ কয়েকটি প্রকল্প রয়েছে ৷ সেগুলি হল :

বেটি বাঁচাও বেটি পড়াও , সুকন্যা সমৃদ্ধি যোজনা , পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প , রূপশ্রী প্রকল্প , হরিয়ানার লাডলি যোজনা , মধ্যপ্রদেশের লাডলি লক্ষ্মী যোজনা , বালিকা সমৃদ্ধি যোজনা , কর্নাটকের ভাগ্যশ্রী যোজনা , সিবিএসই উড়ান প্রকল্প , মহারাষ্ট্র সরকারের মাজি কন্যা ভাগ্যশ্রী প্রকল্প , ধনলক্ষ্মী যোজনা ইত্যাদি ৷

তথ্য বলছে, 2007 সালে আর্চিস সংস্থা 'কন্যা দিবস' দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। সেই সময় সংস্থার তরফে বার্তা, 'ভালোবসা দিন আপনার ঘরের মেয়েকে পাশে থাকুন সবসময়।'

আরও পড়ুন : রামোজি ফিল্ম সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ABOUT THE AUTHOR

...view details