পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Queen Elizabeth II : রানি এলিজাবেথের কুষ্টি বানিয়েছিলেন বাবা, রাজত্বের 70 বছর পূর্তিতে রানিকে চিঠি দিলেন ছেলে

এর আগে তাঁর বাবাও রানিকে একটি চিঠি পাঠিয়ে তাঁর জন্মের তালিকা সম্পর্কে অবহিত করেছিলেন । তার জন্য রানির কাছ থেকে ধন্যবাদপত্রও পেয়েছিলেন । সেই সময় রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ছিল মাত্র 26 বছর (Birth chart of Queen Elizabeth II) ।

Queen Elizabeth II News
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সারা বিশ্বে সমাদৃত

By

Published : Jun 8, 2022, 10:58 PM IST

মুসৌরি, 8 জুন : বিখ্যাত ঐতিহাসিক গোপাল ভরদ্বাজ (Famous historian Gopal Bhardwaj ) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে তাঁর 70 বছরের রাজত্বের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন । সেই চিঠির সঙ্গেই রানিকে তাঁর কুষ্টিও পাঠিয়েছেন, যা তাঁর পিতা জ্যোতিষী আরজিআর ভরদ্বাজ 1953 সালে তৈরি করেছিলেন । এর আগে তাঁর বাবাও রানিকে একটি চিঠি পাঠিয়ে তাঁর জন্মের তালিকা সম্পর্কে অবহিত করেছিলেন । তার জন্য রানির কাছ থেকে ধন্যবাদপত্রও পেয়েছিলেন । সেই সময় রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ছিল মাত্র 26 বছর (70 years of Queen Elizabeth II reign) ।

সেই কুষ্টি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সারা বিশ্বে সমাদৃত । 14টি দেশের প্রেসিডেন্ট তাঁর সঙ্গে দেখা করেছেন । জ্যোতিষ ভরদ্বাজ ভবিষ্যদ্বাণী করেছিলেন, রানি দীর্ঘায়ু লাভ করবেন ৷ তাঁর শাসনে কোনও বড় দুর্ঘটনা ঘটবে না এবং তিনি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করবেন ।

ভগবান শ্রী কৃষ্ণ এবং শ্রী রামের জন্ম তালিকাও তৈরি করেছিলেন : গোপাল ভরদ্বাজ জানিয়েছেন, ভগবান রাম, কৃষ্ণ, গুরু নানকের কুষ্টিও জ্যোতিষী ভরদ্বাজ তৈরি করেছিলেন । সেই সঙ্গে দেশ-বিদেশের বড় বড় রাজনীতিবিদ ও সমাজকর্মীরা তাঁর কাছে আসতেন তাঁদের জন্মকুণ্ডলী ​​তৈরি করতে । মহাত্মা গান্ধি, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মতিলাল নেহেরু, মদন মোহন মালভিয়া প্রমুখ ব্যক্তিগতভাবে তাঁর জন্মের তালিকা তৈরি করাতে তাঁর কাছে আসতেন । যার প্রমাণ আজও তাঁদের কাছে আছে । তিনি জানান, তাঁর পরিবার 500 বছর ধরে জ্যোতিষশাস্ত্রের কাজ করে আসছে ।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সারা বিশ্বে সমাদৃত

জাদুঘর নির্মাণের দাবি: তিনি জানান, তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাচীন সামগ্রী-সহ বিভিন্ন নথি রয়েছে, যা সরকারের সংরক্ষণ করা উচিত । এই দাবি তাঁরা সরকারের কাছে প্রতিনিয়ত জানিয়ে আসছেন । কিন্তু ইতিহাস ও গুরুত্বপূর্ণ উপাদান সংরক্ষণে কাজ করা হচ্ছে না । তিনি সরকারের কাছে দাবি করেছেন যে মুসৌরিতে একটি জাদুঘর তৈরি করা হোক যাতে তাঁর কাছে রাখা ঐতিহাসিক নথি এবং প্রাচীন জিনিসগুলি প্রদর্শিত হয় ৷ বিদেশ থেকে মুসৌরিতে আগত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হতে পারে এই জাদুঘর ।

দ্বিতীয় এলিজাবেথ : দ্বিতীয় এলিজাবেথ 1926 সালের 21 এপ্রিল ইংল্যান্ডের লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন । তিনি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জামাইকা, বার্বাডোজ, বাহামা, গ্রেনাডা, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, বেলিজ, অ্যান্টিগুয়া এবং বারমুডা এবং সেন্টের রানি । এছাড়াও, তিনি কমনওয়েলথের 54টি দেশ ও অঞ্চলের প্রধান এবং ব্রিটিশ সম্রাজ্ঞী হিসাবে ইংলিশ চার্চের সর্বোচ্চ গভর্নর । দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথের 16টি স্বাধীন সার্বভৌম দেশের সাংবিধানিক রানি ।

আরও পড়ুন : 95 বসন্ত পার ব্রিটেনের রানির, দু'বার জন্মদিন পালন করেন কুইন এলিজাবেথ

1952 সালে এলিজাবেথের রাজ্যাভিষেক ঘটেছিল : 6 ফেব্রুয়ারি 1952-এ তাঁর রাজ্যাভিষেকের পর, এলিজাবেথ কমনওয়েলথের রাষ্ট্রপতির পাশাপাশি স্বাধীন দেশ যুক্তরাজ্য, পাকিস্তানের ডোমিনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং সিলনের রানি হন। তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠান ছিল প্রথম রাজ্যাভিষেক যা দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল । 1956 থেকে 1992 সাল পর্যন্ত বিভিন্ন দেশের স্বাধীনতার কারণে তাঁর হাতে থাকা রাজ্যের সংখ্যা কমে যায় । তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক এবং ব্রিটেনে দীর্ঘতম রাজত্বকারী রানি । 9 সেপ্টেম্বর 2019-এ, তিনি তাঁর প্রপিতামহী রানি ভিক্টোরিয়ার দীর্ঘতম রাজত্বের রেকর্ডটি ভাঙেন ।

ABOUT THE AUTHOR

...view details