পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anil Antony Joins BJP: 'ভুল সিদ্ধান্ত', ছেলের বিজেপি যোগের সিদ্ধান্তে আহত অ্যান্টনি - একে অ্যান্টনির ছেলে বিজেপিতে

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি ৷ ছেলের এই সিদ্ধান্তে অখুশি বাবা ৷

ETV Bharat
একে অ্যান্টনি

By

Published : Apr 6, 2023, 10:04 PM IST

তিরুঅনন্তপুরম, 6 এপ্রিল: বৃহস্পতিবারই বিজেপি'তে যোগ দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনি ৷ ছেলের এই সিদ্ধান্তে তিনি মর্মাহত বলে জানিয়েছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি ৷ এদিন তিনি বলেন,"অনিলের বিজেপি'তে যোগ দেওয়ার সিদ্ধান্ত আমায় আহত করেছে ৷ এটা ভুল সিদ্ধান্ত ৷ ভারতের ভিত্তি হল একতা ও সম্প্রীতি ৷ 2014 সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের ধর্মনিরপেক্ষতা ও বিবিধতাকে নষ্ট করার চেষ্টা করছে ৷ বিজেপি শুধু একমাত্রিকতায় বিশ্বাসী ৷ দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে নষ্ট করছে তারা ৷"

ছেলে বিজেপি'তে যোগ দিলেও তিনি যে গেরুয়ামুখী হবেন না এদিন তাও জানিয়ে দিয়েছেন কেরলের এই কংগ্রেস নেতা ৷ জানিয়েছেন, তিনি সর্বদা বিজেপি ও আরএসএস-এর সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরোধিতা করে এসেছেন ৷ তাই করে যাবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ৷ মৃত্যু পর্যন্ত তিনি কংগ্রেসি থাকবেন বলেও জানিয়েছেন অ্যান্টনি ৷ ভারতকে ঐক্যবদ্ধ রাখতে ও দেশের বিবিধতা রক্ষায় কংগ্রেস ও নেহেরু-গান্ধি পরিবারের ভূমিকাও এদিন এই নেতা স্মরণ করিয়ে দিয়েছেন ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অনিল কে অ্যান্টনি ৷ বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি ৷ জানুয়ারিতে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অ্যান্টনি পুত্র ৷ বিবিসি গুজরাত দাঙ্গা নিয়ে সম্প্রতি যে তথ্যচিত্র তৈরি করেছিল তার বিরুদ্ধে বিজেপির সুরে সুর মিলিয়েই সমালোচনা করেছিলেন অনিল ৷ তিনি টুইটে লিখেছিলেন, বিজেপির সঙ্গে মত পার্থক্য থাকলেও এই তথ্যচিত্র দেশের সার্বভৌমত্ম্যে আঘাত করেছে ৷ এরপরেই কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে ৷ অনিলের এই শিবির ত্যাগে আলোড়ন পড়ে গিয়েছে কেরলের রাজনীতিতে ৷ কংগ্রেসের হয়ে কেরলের মুখ্যমন্ত্রী পদও একসময় সামলেছেন একে অ্যান্টনি ৷ তাঁর ছেলের এই শিবির ত্যাগে অস্বস্তি ছড়িয়েছে কংগ্রেসেও ৷

আরও পড়ুন: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কংগ্রেসের অ্যান্টনির পুত্র অনিল যোগ দিলেন বিজেপিতে

ABOUT THE AUTHOR

...view details