ভাগলপুর(বিহার), 25 জানুয়ারি: বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঠান ৷ তবে বিহারের ভাগলপুরে শাহরুখ খানের ফিল্ম পাঠান মুক্তির আগেই শুরু হয়েছে বিক্ষোভ । বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি এবং বজরং দলের সদস্যরা ভাগলপুরের একটি সিনেমা হলের সামনে লাগানো পোস্টার ছিঁড়ে প্রতিবাদে সামিল হলেন। এমনকী ছবিটি মুক্তির পর পোস্টারে আগুনও ধরিয়ে দেয় ক্ষুব্ধ যুবকের দল । প্রেক্ষাগৃহের বাইরে পাঠান ছবির পোস্টার লাগানোর কয়েক ঘণ্টা পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বজরং দলের 20 জন সদস্য সেখানে পৌঁছে পোস্টার ছিঁড়ে ফেলতে শুরু করেন বলে জানা গিয়েছে (Protest Against Shah Rukh Khan Film Pathaan) ।
পাঠান সিনেমার মুক্তিকে ঘিরে তোলপাড়: শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা পাঠান বুধবার মুক্তি পেয়েছে সারা দেশে ৷ সকাল 6টা থেকে সিনেমা হলে দেখা গিয়েছে মানুষের ভিড় ৷ তবে সিনেমাটি মুক্তির আগে থেকেই বিতর্কে জড়িয়েছে ৷ ফিল্মের বেশরম গান নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল দেশ ৷ বেশ কিছু হিন্দু সংগঠন অনেক রাজ্যে বিক্ষোভ দেখায় ৷ সিনেমা মুক্তির বিরুদ্ধে আপত্তি তোলা হয় । মঙ্গলবার থেকে বিহারে বিক্ষোভ দেখায় একাধিক হিন্দু সংগঠন ৷ ভাগলপুরের একাধিক সংগঠন দাবি জানায়, এই ছবির মুক্তি বন্ধ করা উচিত (Pathaan Boycott) । একই সঙ্গে সিনেমা হলের বাইরে জড়ো হওয়া জনতা একে অপরের কাঁধে চড়ে উঠে পোস্টার ছিঁড়ে ফেলে ।