দারাং, 13 অগস্ট : সৎকার নিয়ে গোলমাল বাঁধল অসমে (Assam Cremation Controversy) ৷ অভিযোগ, অন্য জাতে বিয়ে করায় এক ব্যক্তির মৃতদেহ সৎকারে বাধা দেয় গ্রামবাসীরা ৷ পরিবারের তরফে তাই ওই দেহ কবর দেওয়া হয় ৷
ঘটনাটি ঘটেছে অসমের (Assam) গণকচুবা এলাকার মঙ্গলদইয়ে ৷ পরে দারাং জেলা প্রশাসন ও পুলিশের (Assam Police) কাছে খবর যায় ৷ পুলিশ গিয়ে কবর থেকে ওই মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ওই ব্যক্তির মৃতদেহ সমস্ত নিয়ম মেনে সৎকার করা হবে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অতুল শর্মা ৷ তিনি ব্রাহ্মণ ৷ তিনি প্রণীতা দেবী নামে একজনকে বিয়ে করেন ৷ তিনি আবার কোচ সম্প্রদায়ের ৷ 27 বছর আগে এই সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসির (OBC) অন্তর্ভুক্ত করা হয় ৷ আর এই নিয়ে তাঁর গ্রামে গোড়া থেকেই সমস্যা ছিল ৷ মঙ্গলবার তাঁর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷