পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 13, 2022, 2:21 PM IST

ETV Bharat / bharat

Assam Cremation Controversy ভিনজাতে বিয়ের জেরে অসমে সৎকারে বাধাদানের অভিযোগ

অসমের দারাং জেলার অসমের (Assam) গণকচুবা এলাকার মঙ্গলদইয়ে সৎকার নিয়ে গোলমাল বাঁধে ৷ ভিনজাতে বিয়ে করায় গ্রামবাসীরা সৎকার করতে বাধা দেয় বলে অভিযোগ ৷ পুলিশি (Assam Police) হস্তক্ষেপে সমস্যা মেটার পথে ৷

Hindu man body buried after villagers refused to assist with cremation exhumed in Assam Darang
Assam Cremation Controversy ভিনজাতে বিয়ের জেরে অসমে সৎকারে বাধাদানের অভিযোগ

দারাং, 13 অগস্ট : সৎকার নিয়ে গোলমাল বাঁধল অসমে (Assam Cremation Controversy) ৷ অভিযোগ, অন্য জাতে বিয়ে করায় এক ব্যক্তির মৃতদেহ সৎকারে বাধা দেয় গ্রামবাসীরা ৷ পরিবারের তরফে তাই ওই দেহ কবর দেওয়া হয় ৷

ঘটনাটি ঘটেছে অসমের (Assam) গণকচুবা এলাকার মঙ্গলদইয়ে ৷ পরে দারাং জেলা প্রশাসন ও পুলিশের (Assam Police) কাছে খবর যায় ৷ পুলিশ গিয়ে কবর থেকে ওই মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ওই ব্যক্তির মৃতদেহ সমস্ত নিয়ম মেনে সৎকার করা হবে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অতুল শর্মা ৷ তিনি ব্রাহ্মণ ৷ তিনি প্রণীতা দেবী নামে একজনকে বিয়ে করেন ৷ তিনি আবার কোচ সম্প্রদায়ের ৷ 27 বছর আগে এই সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসির (OBC) অন্তর্ভুক্ত করা হয় ৷ আর এই নিয়ে তাঁর গ্রামে গোড়া থেকেই সমস্যা ছিল ৷ মঙ্গলবার তাঁর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷

পরিবারের দাবি, হিন্দু রীতি (Hindu Rituals) মেনে তাঁরা সৎকার করতে চেয়েছিলেন ৷ কিন্তু গ্রামের লোকেরা দেহ ছুঁতে অস্বীকার করে ৷ ভিনজাতে বিয়ে করার জন্য গ্রামের কেউ সৎকারে থাকবে না ৷ তাছাড়া ওই পরিবারকে নদীর তীরে দেহ কবর দিতে বাধ্য হয় করা হয় বলে অভিযোগ ৷

এই খবর ছড়াতেই অসন্তোষ ছড়ায় বিভিন্ন মহলে ৷ খবর যায় পুলিশ-প্রশাসনে ৷ পুলিশ গিয়ে দেহ কবর থেকে তোলে ৷ হিন্দুরীতি মেনে সৎকার করা হবে বলেও পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন :দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

ABOUT THE AUTHOR

...view details