হায়দরাবাদ, 1 মে : 'হিন্দু' একটা ভৌগোলিক পরিচয় ৷ আর হিমালয় পর্বত থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূ-ভাগে যাঁরা বাস করছেন, তাঁরা সকলেই হিন্দু ৷ শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে ৷ তিনি খাদ্য, পরিবেশ ও ক্রেতা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ হায়দরাবাদে দশম 'ডিজিটাল হিন্দু কনক্লেভ'-এর আয়োজন করে ভারত নীতি সংগঠন (Bharat Niti Organisation) ৷ সেখানেই 'হিন্দু' সম্পর্কে তাঁর মত জানান মন্ত্রী চৌবে ('Hindu' is a geographical identity, claims Union Minister Ashwini Kumar Choubey in Hyderabad) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুরলীধর রাও, সাংসদ মনোজ তিওয়ারি এবং অন্যরা ৷
ভারত জ্ঞানের দেশ, বহু বিদেশি পণ্ডিত এ বিষয়ে একমত ৷ তাই ভারতীয় হিসেবে প্রত্যেকের গর্ব বোধ করা উচিত, জানান চৌবে ৷ তিনি বলেন, "আমি বলি, হিন্দুত্ববাদ জীবনযাপনের একটা ধরন ৷ 'হিন্দু' শব্দটাকে একটা সীমার মধ্যে আটকে রাখা উচিত নয় ৷ হিন্দু একটা ভৌগোলিক পরিচয় ৷ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত যত মানুষ আছেন, সবাই হিন্দু ৷" এই অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ, ভারতের দুই দিকের রাজ্যের মানুষ রয়েছেন ৷ এটাই দেশের একতা এবং শক্তির নিদর্শন, অনুষ্ঠানে জানান মন্ত্রী ৷