নয়াদিল্লি, 23 মার্চ:আদানি গোষ্ঠীর (Adani Group) রিপোর্ট প্রকাশের পরে এ বার একটি নতুন রিপোর্ট আনার ইঙ্গিত দিল হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg New Report)। আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg Research) জানিয়েছে যে, তারা শীঘ্রই আরেকটি রিপোর্ট উপস্থাপন করতে চলেছে । যেখানে বড় কোনও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে ৷ উল্লেখ্য, হিন্ডেনবার্গ 24 জানুয়ারি আদানি গ্রুপের একটি প্রতিবেদন পেশ করেছিল, যেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনেকগুলি গুরুতর অভিযোগ করা হয়েছিল ।
আদানি গোষ্ঠীর উপর হিন্ডেনবার্গের প্রতিবেদনের প্রভাব: হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর আদানি গ্রুপকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে । গৌতম আদানির সম্পদ 150 বিলিয়ন মার্কিন ডলারের থেকে কমে 53 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । ফোর্বসের ধনী তালিকায় তিনি তিন নম্বর থেকে এক ধাক্কায় 35 নম্বরে নেমে এসেছেন । সাম্প্রতিক হুরুন গ্লোবাল রিচ তালিকায় তিনি গত বছরের দ্বিতীয় স্থান থেকে 23 তম অবস্থানে নেমে এসেছেন । এইভাবে রিপোর্ট আসার পর থেকে গৌতম আদানির সম্পদ 60 শতাংশ কমেছে ।
হিন্ডেনবার্গের নতুন সংকেত: আদানি গ্রুপের বিষয়ে তথ্য প্রকাশের পর, হিন্ডেনবার্গ আরেকটি নতুন রিপোর্ট আনতে চলেছে । নতুন আরও বড় কোনও তথ্য সামনে আনবে বলে ইঙ্গিত মিলেছে ৷ হিন্ডেনবার্গ টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে । টুইটে বলা হয়েছে যে, তারা শীঘ্রই একটি নতুন প্রতিবেদন আনতে চলেছে এবং এই প্রতিবেদনটি অনেক বড় উদ্ঘাটন করতে পারে ।