গুয়াহাটি, 9 মে : গুয়াহাটি, 9 মে : অসমের মুখ্যমন্ত্রী নিয়ে অবশেষে জট কাটল ৷ সর্বানন্দ সোনোওয়ালকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নিজেই হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে ৷ আগামীকাল দুপুর 12 টায় তিনি শপথগ্রহণ করবেন ৷
আজ বেলা 12টার সময় বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয় ৷ বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সর্বানন্দ সোনোওয়াল ৷ তারপরই বৈঠক চলাকালীন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেন বলে খবর ৷ এরপর তিনি বিজেপির পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত হন ৷
সোনেওয়ালকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হবে নাকি নতুন মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই নিয়ে অসম বিজেপির মধ্যে জটিলতা তৈরি হয়েছিল ৷ কারণ, হিমন্তকে বিজেপিতে উত্তর-পূর্ব ভারতের ‘অমিত শাহ’ বলা হয় ৷ উত্তর-পূর্বের যে কোনও রাজ্যে গেরুয়া শিবিরের রাজনৈতিক সংকট তিনিই সামাল দেন ৷ তাই এবার তাঁকে অসমের মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হয়েছিল ৷
আরও পড়ুন,রাজনৈতিক হিংসার রিপোর্ট না নিয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজি, ক্ষুব্ধ রাজ্যপাল
আবার,অসমে বিজেপি সরকারের মুখ ছিলেন সর্বানন্দ ৷ তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেই ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির ৷ তাই ভোটের সাফল্যের পর সেই মুখকেই বাদ দিয়ে দেওয়া হলে অসমের রাজনীতিতে তা নিয়ে ভুল বার্তা যাবে ৷ সেই কারণেই এই সংকট তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে ৷এই জটিলতা কাটাতে গতকাল নয়াদিল্লিতে বৈঠক করে বিজেপি ৷ এখানে মুখ্যমন্ত্রী হওয়ার দুই দাবিদারই উপস্থিত ছিলেন ৷ এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ উপস্থিত ছিলেন ৷ প্রথমে আলাদা ভাবে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ পরে দু’জনকে একসঙ্গে নিয়ে বৈঠক হয় ৷ ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে ৷ বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যে হিমন্ত বিশ্বশর্মা এগিয়ে রয়েছেন তা একপ্রকার স্পষ্ট ছিল ৷