পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himanta Biswa Sarma: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর - his view on MCD election

অসমের মুখ্যমন্ত্রী বলেন, "গুজরাত আর হিমাচল প্রদেশের ভোট না থাকলে দিল্লির নির্বাচনে আমরা বেশি করে মন দিতে পারতাম (Himant Biswa Sarma commented on MCD election)"

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 8, 2022, 7:33 AM IST

Updated : Dec 8, 2022, 7:57 AM IST

গুয়াহাটি, 8 ডিসেম্বর: দিল্লির পৌরনিগম নির্বাচনে আপের কাছে পরাজিত হয়েছে বিজেপি । দেড় দশক বাদে রাজধানীতে পৌরনিগম পরিচালনার রাশ হাতছাড়া হল বিজেপির । পরপর দুটি বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর এবার পৌরনিগমেও জিতল অরবিন্দ কেজরিওয়ালের দল । এই ফলাফলের কারণ কী তার ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sarma expressed his view on MCD election) । তাঁর মতে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন না থাকলে দিল্লির ভোটে আরও মননিবেশ করতে পারত বিজেপি । তাহলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত।

দিল্লির পৌরনিগম নির্বাচনের গণনার শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একদম সকালের দিকে বিজেপি কিছুটা ভালো অবস্থায় থাকলেও ধীরে ধীরে এগোতে থাকে আপ । একটা সময় বিভিন্ন আসনে এগিয়ে থাকার নিরিখে তারা বিজেপিকে ছাপিয়ে যায়। এরপর ক্রমশ আসন সংখ্যা বাড়িয়ে শেষমেশ পৌরনিগমের দখল নেয় আপ । 250টি আসনের মধ্যে 134টি পায় আপ । বিজপি জেতে 104টি আসন ।

নির্বাচনে বিজেপির পরাজয় সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল বিজেপি 60-70টি আসন পাবে। কিন্তু শেষমেশ আমরা 104টি জিতেছি। এর থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বাড়ছে । গুজরাত আর হিমাচল প্রদেশের ভোট না থাকলে দিল্লির নির্বাচনে আমরা বেশি করে মন দিতে পারতাম।"

আরও পড়ুন: টুট 'মোদি-ম্যাজিক', নাকি 'পহেলে আপ'! জানা যাবে আর খানিকক্ষণ পরেই

Last Updated : Dec 8, 2022, 7:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details