গুয়াহাটি, 8 ডিসেম্বর: দিল্লির পৌরনিগম নির্বাচনে আপের কাছে পরাজিত হয়েছে বিজেপি । দেড় দশক বাদে রাজধানীতে পৌরনিগম পরিচালনার রাশ হাতছাড়া হল বিজেপির । পরপর দুটি বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর এবার পৌরনিগমেও জিতল অরবিন্দ কেজরিওয়ালের দল । এই ফলাফলের কারণ কী তার ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sarma expressed his view on MCD election) । তাঁর মতে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন না থাকলে দিল্লির ভোটে আরও মননিবেশ করতে পারত বিজেপি । তাহলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত।
দিল্লির পৌরনিগম নির্বাচনের গণনার শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একদম সকালের দিকে বিজেপি কিছুটা ভালো অবস্থায় থাকলেও ধীরে ধীরে এগোতে থাকে আপ । একটা সময় বিভিন্ন আসনে এগিয়ে থাকার নিরিখে তারা বিজেপিকে ছাপিয়ে যায়। এরপর ক্রমশ আসন সংখ্যা বাড়িয়ে শেষমেশ পৌরনিগমের দখল নেয় আপ । 250টি আসনের মধ্যে 134টি পায় আপ । বিজপি জেতে 104টি আসন ।