নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: অসম থেকে আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট পুরোপুরি তুলে নেওয়ার রূপরেখা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ বৈঠক হল নয়াদিল্লিতে ৷ সোমবার ওই বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মধ্যে ৷ পরে অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ করবে তাঁর সরকার ৷
এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিমন্ত ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘অসম থেকে আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য রোডম্যাপ নিয়ে আলোচনা করতে আমি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছি ৷ অসম সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে ৷’’
1958 সালের এই আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা আফস্পা সাধারণত অশান্ত এলাকায় বলবৎ করা হয় ৷ এই আইনের বলে সশস্ত্র বাহিনীর হাতে জনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় মনে করলে অনুসন্ধান, গ্রেফতারি ও গুলি চালানোর বিশেষ ক্ষমতা থাকে ৷ সেই কারণে এই আইন নিয়ে বিতর্ক রয়েছে অনেক ৷ অপব্যবহারের অভিযোগ উঠেছে অনেক ৷ এই আইন তুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছে বহুবার ৷ বিশেষ করে উত্তর পূর্ব ভারত এই আইন নিয়ে আন্দোলনের সাক্ষী থেকেছে ৷