গুয়াহাটি, 10 মে : অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা ৷ আজ দুপুরে অসমের রাজ্যপাল জগদীশ মুখী হেমন্ত বিশ্বশর্মাকে শপথ বাক্য পাঠ করান ৷ আজ হিমন্ত বিশ্বশর্মা ছাড়াও, তাঁর মন্ত্রিসভার 13 জন সদস্য শপথ নেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত ছিলেন ৷
বিজেপির জোট সঙ্গী ইউনাইটেড পিপলস পার্টির প্রধান উরখাও গোয়ার ব্রাহ্মা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৷ দেশ জোড়া করোনা সংক্রমণের জেরে, কোভিড বিধি মেনে এ দিন শপথ অনুষ্ঠান আয়োজিত হয় ৷ হেমন্ত বিশ্বশর্মা 15 তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন ৷