পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himachal Pradesh Accident: হিমাচলে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 6 পুলিশকর্মী-সহ 7 - Bolero fell into gorge

Seven killed in Himachal Pradesh Accident: হিমাচলপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল সাতজনের । আহত তিন ৷ একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে ৷

Himachal Pradesh Accident
হিমাচলপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা

By

Published : Aug 11, 2023, 3:36 PM IST

Updated : Aug 11, 2023, 3:44 PM IST

চাম্বা (হিমাচলপ্রদেশ), 11 অগস্ট: হিমাচলপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল ছয় পুলিশকর্মী-সহ সাত জনের । চাম্বা এলাকায় একটি বোলেরো গাড়ি গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে ৷

খাদে পড়ল গাড়ি: প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি রাজ্যে পরপর ঘটছে পথদুর্ঘটনা ৷ সর্বশেষ ঘটনাটি ঘটল চাম্বা জেলায় ৷ সেখানকার তিসা থেকে বৈরাগড় যাওয়ার পথে তারওয়াইয়ের কাছে একটি বোলেরো গাড়ি 100 মিটার গভীর খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় । প্রাণ গিয়েছে মোট সাত জনের ৷ তাঁদের মধ্যে ছয় জনই পুলিশকর্মী । আহত হয়েছেন আরও তিনজন ।

মৃত্যু হল 7 জনের: চাম্বা জেলায় মাঝে মাঝেই ঘটছে পথদুর্ঘটনা ৷ যার ফলে গত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ এ দিনের দুর্ঘটনাতেও ফের সাত জনের মৃত্যু হল ৷ জানা গিয়েছে, বোলেরো গাড়িটিতে অনেক লোক ছিল । শুক্রবার গাড়িটি তিসা থেকে বৈরাগড়ের দিকে যাচ্ছিল । তারওয়াইয়ের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং 100 মিটার গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনায় মৃত্যু হয় ছয় জন পুলিশকর্মী-সহ সাত জনের। আহত হয়েছেন তিন জন ।

আরও পড়ুন:মর্মান্তিক! পথ দুর্ঘটনায় একই পরিবারের 5 মহিলা, 3 শিশু-সহ মৃত 10

ঘটনাস্থল পরিদর্শনে বিধায়ক: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । খাদ থেকে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে । দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিও তোলার চেষ্টা চলছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পুলিশ তা তদন্ত করে দেখছে । ঘটনার খবর পেয়ে চুরাহ বিধানসভার বিধায়ক হংসরাজও ঘটনাস্থলে যান ৷ তিনি স্থানীয় লোকজনের কাছে দুর্ঘটনার খবর জানতে চান এবং হতাহতদের বিষয়ে খোঁজখবর নেন ।

Last Updated : Aug 11, 2023, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details