নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টা পর শুরু হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (HP Assembly Polls 2022) ভোট গণনার কাজ ৷ আর তার আগেই ওই রাজ্যে 30 জন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস (Congress) ৷ কংগ্রেসের তরফে দেওয়া এক প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷
ওই বিবৃতি অনুযায়ী, ছ’বছরের জন্য ওই নেতাদের বহিষ্কার করা হয়েছে (Congress President expelled 30 party leaders) ৷ যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের অধিকাংশই চোপ্পাল ও শিমলা এলাকার নেতা ৷ ভোট গণনার আগের দিনই এমন সিদ্ধান্ত ঝড় তুলেছে হিমাচল প্রদেশের কংগ্রেসের অন্দরে৷ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷
গত 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোট গণনা (HP Assembly Poll Results 2022) ৷ 68 আসনের ওই বিধানসভায় ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেস ৷ বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই কংগ্রেসকে ক্ষমতায় এনে দেবে বলে ধারণা রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের অনেক নেতার ৷