বিলাসপুর, 13 অগস্ট: ভূমিধসের জেরে বন্ধ হয়ে গেল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশ জাতীয় সড়ক 205 ৷ এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে ধসের কারণে দুটি ট্রাক ও একটি মোটর চালিত যান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিষয়ে হিমাচল প্রদেশ ট্রাফিক টুরিস্ট ও রেল পুলিশের তরফে টুইটে পোস্ট করে জানানো হয়েছে, ভূমিধসের কারণে ডাকেশে জাতীয় সড়ক 205 সম্পূর্ণভাবে অবরুদ্ধ ৷ দুটি ট্রাক ও একটি এলএমভি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি বিকল্প পথ হল দারলামোদ থেকে বেরি হয়ে খারসি পর্যন্ত রাস্তা ৷ সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷
বৃষ্টিজনিত ঘটনার কারণে আজ রবিবার আরও কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে ৷ সিমলা পুলিশের কথায়, টুটিকান্দি-ফাগলি বাইপাস কানলোগের কাছে রাস্তা অবরুদ্ধ ৷ সিমলার এডওয়ার্ড স্কুলের কাছে কার্ট রোড অবরুদ্ধ, মেহলি-বাদাগাঁও-শোঘি বেওলিয়ার কাছে অবরুদ্ধ, সিমলা মাণ্ডি জাতীয় সড়ক হীরানগরের কাছে অবরুদ্ধ ৷ প্রবল বর্ষা হিমাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করেছে ৷