পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার - Himachal Girl Missing

Girl Missing in Dubai: হিমাচলের কাংড়ার এক যুবতী 16 ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷ তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু ওমানের একটি নম্বর থেকে ওই যুবতী ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছেন তিনি ভয়াবহ বিপদে রয়েছেন ৷

Girl Missing in Dubai
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 4:52 PM IST

কাংড়া (হিমাচল), 29 ডিসেম্বর: চাকরির প্রলোভন দেখিয়ে হিমাচলের এক যুবতীকে দুবাই নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শহরে যাওয়ার জন্য গত 16 ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন কাংড়া জেলার বাসিন্দা 24 বছরের ওই যুবতী ৷ তবে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর পরিবার ৷ তাঁদের অভিযোগ, ওমানের একটি নম্বর থেকে ভয়েস মেসেজ করে ওই যুবতী জানিয়েছেন যে তিনি বিপদে আছেন ৷

পরিবারের সদস্যরা জানিয়েছেন, চণ্ডীগড়ের এক এজেন্ট ওই যুবতীকে পরিচারিকার কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । গত 16 ডিসেম্বর দিল্লি থেকে বিমানে উড়ে যাওয়ার পর যুবতী তাঁর ভাইকে একটি ভিডিয়ো কল করেন । তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা । তীব্র চিন্তা ও উদ্বেগে দিশেহারা হয়ে পড়েন পরিবারের লোকেরা ৷ তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।

মঙ্গলবার ওই পরিবার ওমানের একটি অচেনা নম্বর থেকে ভয়েস মেসেজ পায় । সেই মেসেজ পাওয়ার পরই বিদেশে ঘরের মেয়ে কতটা সুরক্ষিত, তা নিয়ে আশংকা দানা বাঁধে যুবতীর পরিবারের সদস্যদের মনে ৷ তাঁরা জানিয়েছেন যে, ভয়েস মেসেজে ওই যুবতী বলেন যে, তাঁকে এবং আরও 7-8 জন মেয়েকে ওমানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে । কিছু লোক তাঁর পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন যুবতী । এই ভয়েস মেসেজ পাওয়ার পরই যুবতীর ভাই কাংড়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ।

পুলিশ জানিয়েছে, তারা ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করছেন । ধর্মশালার এএসপি বীর বাহাদুর বলেন যে, শাহপুর থানা থেকে তথ্য পাওয়া গিয়েছে যে, এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁর বোনকে চণ্ডীগড় থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি ওমানে পৌঁছেছেন এবং তাঁর ভিসা পাসপোর্টও নেই । আমরা অভিবাসন বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে মেয়েটির হদিশ পাওয়া যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details