নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : হিমাচলপ্রদেশের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সোমবার তিনি বলেন, ভারতীয় রাজ্যগুলির মধ্যে হিমাচলপ্রদেশই প্রথম, যেখানে করোনার প্রথম ডোজের টিকাকরণের (COVID-19 vaccination) কাজ 100 শতাংশ সম্পূর্ণ হয়েছে ৷ হিমাচলের এই সাফল্যে তিনি গর্বিত বলেও জানিয়েছেন মোদি ৷
আরও পড়ুন :Corona in India : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু
এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হিমাচলপ্রদেশের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ যাঁদের টিকাকরণ হয়ে গিয়েছে, তাঁদের সঙ্গেও কথা হয় তাঁর ৷ মোদি সকলের উদ্দেশে বলেন, ‘‘হিমাচলপ্রদেশ নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে প্রতিষ্ঠা করেছে ৷ ইতিমধ্যেই এই রাজ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ 100 শতাংশ শেষ হয়েছে ৷ এক তৃতীয়াংশ যোগ্য প্রাপককে দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হয়ে গিয়েছে ৷ হিমাচলপ্রদেশ আমাকে গর্বিত হওয়ার সুযোগ করে দিয়েছে ৷ আমি এই রাজ্যেকে ন্যূনতম পরিকাঠামোর জন্য লড়াই করতে দেখেছি ৷ কিন্তু, এখন সব ঠিক আছে ৷ আমি রাজ্যের সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে চাই ৷’’