চণ্ডীগড়, 9 মে : করোনা আবহে রাজ্য়ে অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ৷ নরেন্দ্র মোদির কাছে তাঁর আবেদন, পঞ্জাবের জন্য মেডিক্য়াল অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করা হোক ৷ একইসঙ্গে রাজ্য়ে করোনা টিকার জোগানও যাতে অব্যাহত রাখা হয়, প্রধানমন্ত্রীকে সেই আবেদনও করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ কারণ, এই মুহূর্তে অক্সিজেন এবং টিকা, দু’টোরই অভাবে ধুঁকছে ভারতের এই রাজ্য ৷
সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেই আলোচনার সময়েই মোদির দৃষ্টি আকর্ষণ করেন অমরিন্দর ৷ পঞ্জাবের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন তিনি ৷