ধারওয়ার, 5 সেপ্টেম্বর: দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) জন্য যখন কেন্দ্রের প্রতি খড়্গহস্ত বিরোধীরা, তখন দায় এড়ানোর অভিনব উপায় বেছে নিলেন এক বিজেপি বিধায়ক ৷ কর্নাটকের বিজেপি বিধায়ক (Karnataka BJP MLA) অরবিন্দ বেল্লার (Aravind Bellad) এর দায় ঠেলে দিলেন তালিবানের দিকে ৷ তাঁর দাবি, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার কারণ তালিবান (Taliban) ও আফগানিস্তানের সঙ্কট (Afghanistan Crisis) ৷
গত মে মাস থেকেই দেশজুড়ে উত্তরোত্তর বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ পেট্রলের দাম বহুদিন হল বিভিন্ন শহরে সেঞ্চুরি করেছে ৷ পাল্লা দিয়ে বেড়েছে ডিজেল ৷ রান্নার গ্যাসেও নাভিশ্বাস উঠেছে গৃহস্থের ৷ যত দিন এগোচ্ছে, দাম সমানে বেড়ে চলেছে ৷ এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছে বিরোধী দলগুলি ৷ অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও ৷ তবে এ বার সেই দায় আফগানিস্তানের ঘাড়ে ঠেলে পিঠ বাঁচানোর চেষ্টা করলেন কর্নাটকের হুবলি-ধারওয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লার ৷ যিনি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সম্ভাব্য বিকল্পদের তালিকাতেও রয়েছেন ৷
আরও পড়ুন:Faiz Hameed : সব ঠিক হয়ে যাবে, কাবুল পৌঁছে বার্তা আইএসআই প্রধানের
বেল্লার বলেছেন, "আফগানিস্তানের তালিবান সঙ্কটের জন্য অপরিশোধিত তেলের সরবরাহে প্রবল ঘাটতি দেখা দিয়েছে ৷ যার ফলস্বরূপ এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে ৷ দাম বাড়ার কারণ বোঝার মতো বিচারবুদ্ধি ভোটারদের রয়েছে ৷" বিশ্বের অপরিশোধিত তেলের আমদানি করা দেশগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম ভারত ৷ তবে প্রধান রফাতানিকারীদের মধ্যে আফগানিস্তান নেই ৷