নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: কর্নাটকের হিজাব বিতর্কের রেশ দেশের সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও ৷ এই নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মালালা ইউসুফজাই, পল পোগবা ৷ সরব হয়েছে আমেরিকাও ৷ এবার এই বিতর্ক নিয়ে বিভিন্ন দেশের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি ৷ বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রকের (MEA tells other nations) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ কোনও মন্তব্য করলে তাকে স্বাগত জানানো হবে না (Hijab row: Motivated remarks on internal issues not welcome) ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, "কর্নাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রেস কোডের বিষয়টি মহামান্য কর্নাটক হাইকোর্টের বিচারাধীন ৷ আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো ও গণতান্ত্রিক কণ্ঠের উপর ভিত্তি করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে ও সমাধান করা হচ্ছে ৷ যাঁরা ভারতকে ভাল করে চেনেন, তাঁরা বাস্তবটা অনুধাবন করতে পারবেন ৷ আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যকে স্বাগত জানানো হবে না ৷"
আরও পড়ুন: Sonam Kapoor gets trolled : হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও