নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি :চতুর্থবার বাজেট পেশ করতে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন, চলতি বছরের জানুয়ারিতে পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) বা জিএসটি বাবদ কেন্দ্র আদায় করেছে 1,40,986 কোটি টাকা ৷ 1 জুলাই 2017 সালে চালু হওয়ার পর থেকে এবারই সর্বোচ্চ জিএসটি আদায় করল কেন্দ্র ৷ যা 2021 সালের জানুয়ারিতে আদায়কৃত জিএসটির থেকে 15 শতাংশ এবং 2020 সালে আদায়কৃত জিএসটির থেকে 25 শতাংশ বেশি (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷
নির্মলা বলেন, ‘‘আমাদের এখন সম্পূর্ণভাবে আইটিচালিত জিএসটি ব্যবস্থা রয়েছে । ফলে জিএসটি আরও ভালভাবে পরিচালিত হচ্ছে । 2022 সালের জানুয়ারিতে মোট জিএসটি সংগ্রহ ছিল 1,40,986 কোটি টাকা, যা ট্যাক্স শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ ৷’’