নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2023-24 কেন্দ্রীয় বাজেটে বাড়ল রেলওয়ের জন্য বরাদ্দ । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সর্বোচ্চ 2.40 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে রেলের জন্য (Nirmala Sitharaman Announces 2.4 Lakh Crore For Railways) । যা 2013-14 অর্থবর্ষে রেলের জন্য ব্যয় করা টাকার 9 গুণ ।
তিনি বলেন, "কয়লা, সার এবং খাদ্যশস্য খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ । সংযোগের জন্য 100টি গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো প্রকল্প চিহ্নিত করা হয়েছে । ব্যক্তিগত উত্স থেকে 15,000 কোটি টাকা-সহ 75,000 কোটি টাকা বিনিয়োগের সঙ্গে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে ।"
একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ যাত্রীসংখ্যা বাড়ছে (Indian Railways get Highest Ever Fund Allocation in Budget)। ফলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাতানুকূল ও সজ্জাবিশিষ্ট কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল রেলের তরফে ৷ রাজধানী, শতাব্দী, দুরন্ত, হামসাফর এবং তেজসের মতো প্রিমিয়ার ট্রেনের 1,000টিরও বেশি কোচ সংস্কার করার পরিকল্পনা করছে রেলমন্ত্রক । এই কোচগুলির অভ্যন্তরীণ আধুনিক চেহারা এবং উন্নত পরিকাঠামো যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াবে ।