পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Union Budget 2023: রেলে রেকর্ড বরাদ্দ! 2.40 লক্ষ কোটি টাকার ঘোষণা নির্মলার - Indian Railways get Highest Ever Fund

বাজেটে রেলের জন্য বরাদ্দ বাড়ল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সর্বোচ্চ 2.40 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে রেলের জন্য (Nirmala Sitharaman Announces 2.4 Lakh Crore For Railways) । যা 2013-14 অর্থবর্ষে রেলের জন্য ব্যয় করা টাকার 9 গুণ ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 1, 2023, 12:39 PM IST

Updated : Feb 1, 2023, 3:57 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2023-24 কেন্দ্রীয় বাজেটে বাড়ল রেলওয়ের জন্য বরাদ্দ । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সর্বোচ্চ 2.40 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে রেলের জন্য (Nirmala Sitharaman Announces 2.4 Lakh Crore For Railways) । যা 2013-14 অর্থবর্ষে রেলের জন্য ব্যয় করা টাকার 9 গুণ ।

তিনি বলেন, "কয়লা, সার এবং খাদ্যশস্য খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ । সংযোগের জন্য 100টি গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো প্রকল্প চিহ্নিত করা হয়েছে । ব্যক্তিগত উত্স থেকে 15,000 কোটি টাকা-সহ 75,000 কোটি টাকা বিনিয়োগের সঙ্গে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে ।"

একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ যাত্রীসংখ্যা বাড়ছে (Indian Railways get Highest Ever Fund Allocation in Budget)। ফলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাতানুকূল ও সজ্জাবিশিষ্ট কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল রেলের তরফে ৷ রাজধানী, শতাব্দী, দুরন্ত, হামসাফর এবং তেজসের মতো প্রিমিয়ার ট্রেনের 1,000টিরও বেশি কোচ সংস্কার করার পরিকল্পনা করছে রেলমন্ত্রক । এই কোচগুলির অভ্যন্তরীণ আধুনিক চেহারা এবং উন্নত পরিকাঠামো যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াবে ।

আরও পড়ুন: যাত্রী সুবিধার্থে বাতানুকূল কামরা বাড়ানোর সিদ্ধান্ত রেলের

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট । বুধের এই বাজেটে মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টায় কোনও খামতি রাখল না সরকার । অর্থনীতিবিদরা আগেই জানিয়েছিলেন, গত কয়েকবছরে দেশীয় অর্থনীতির ইঞ্জিন বলে রেলকে উল্লেখ করেছেন । ফলে এবারের বাজেটে রেল যে অতিরিক্ত গুরুত্ব পাবে তাও জানিয়েছিল ওয়াকিবহাল মহল । কিন্তু, 2022-23 অর্থবর্ষে 1.40 লক্ষ কোটি থাকা বরাদ্দ পাওয়া রেলে এবারে বরাদ্দের পরিমাণটা কেউই ধারণা করতে পারেননি ।

আরও পড়ুন: অমৃতকালের প্রথম বাজেট কৃষক থেকে মধ্যবিত্তের স্বপ্নপূরণ করবে, বললেন প্রধানমন্ত্রী

এখনও পর্যন্ত প্রায় সব সরকারের কাছেই বাজেটে রেলওয়ে অগ্রাধিকার পেয়েছে। যদিও 2016 সাল থেকে সরকার পৃথক রেল বাজেট পেশ না-করার সিদ্ধান্ত নিয়েছে । সামগ্রিকভাবে বাজেটের একটি প্রধান অংশ হিসাবে রয়েছে রেল বাজেট । অমৃত কালের এই বাজেটে 2023-24 অর্থবছরের জন্য অর্থমন্ত্রী সাতটি অগ্রাধিকার তালিকাভুক্ত করেছেন । সেগুলি হল, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শেষ পর্যন্ত পৌঁছানো, কৃষি ও বিনিয়োগ, সম্ভবনা উন্মোচন, সবুজায়নের বৃদ্ধি, যুব শক্তি এবং আর্থিক খাত ।

Last Updated : Feb 1, 2023, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details