পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করলে কী সমস্যা হতে পারে ?

বিভিন্ন বিমা সংস্থার তরফে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যদি প্য়ান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা থাকে তাহলেপ্য়ান নম্বরটি নিষ্ক্রিয় হিসেবে ধরে নেওয়া হবে ৷ এবং পলিসির টাকা পাওয়ার সময় সমস্য়া হবে ৷ টিডিএস রেটের উপরেও তার প্রভাব পড়তে পারে ৷ একই সঙ্গে 10 হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে ৷

pan
প্রতীকী ছবি

By

Published : Mar 31, 2021, 5:34 PM IST

Updated : Mar 31, 2021, 6:05 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ : আধার ও প্য়ান লিঙ্ক করার আজই শেষ দিন ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্য়াক্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আজকের মধ্য়ে প্য়ান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে ৷

বিভিন্ন বিমা সংস্থার তরফে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যদি প্য়ান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে প্য়ান নম্বরটি নিষ্ক্রিয় হিসেবে ধরে নেওয়া হবে ৷ এবং পলিসির টাকা পাওয়ার সময় সমস্য়া হবে ৷ টিডিএস রেটের উপরেও তার প্রভাব পড়তে পারে ৷ একই সঙ্গে 10 হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে ৷

আরও পড়ুন-কীভাবে প্য়ান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাবেন ?

আজ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ দিন ৷ কারণ 2020 -21 অর্থবর্ষের আজ শেষ দিন ৷ 80 সি এবং 80ডি ধারায় ইনভেস্টমেন্ট ডিক্লেয়ারেশনের আজই শেষ দিন ৷ অন্য়দিকে প্য়ান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করারও শেষ দিন ধার্য্য করা হয়েছে আজ ৷

ফিনান্সিয়াল বিল 2021-এ এই বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানেই কেন্দ্রের তরফে বলা হয়েছে, 31 মার্চ 2021-এর মধ্যে প্য়ান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে ৷ যাঁরা এই কাজ ডেডলাইনের মধ্যে করবেন না, তাঁদের জরিমানা করা হবে বলে ভারত সরকারের তরফে জানানো হয়েছে।

Last Updated : Mar 31, 2021, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details