পুলিশের মোবাইল ভেঙে গালিগালাজ সাহারানপুর, 18 জুলাই: উত্তরপ্রদেশের রাস্তায় নেশায় মত্ত একদল তরুণীর কাণ্ডকারখানাায় তাজ্জব নেটপাড়া ৷ রবিবার রাতে সাহারানপুরের ঘটনার ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল ইতিমধ্যেই ৷ ভিডিয়ো দেখা গিয়েছে, নেশায় মত্ত হয়ে দুই তরুণী পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়ায় ৷ পুলিশ তাদের সামলাতে গিয়ে বিপদে পড়ে ৷ পুলিশের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয় ওই তরুণীর দল ৷ সেইসঙ্গে শুরু হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ৷
পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এরপর তাদের সুস্থ করে পরিবারদের সদস্যদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, রবিবার মধ্যরাতে সদর বাজার এলাকার থানার একটি হোটেলে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। তাতেই অংশ নিয়েছিল 'গুণধর' তরুণীরা। কেক কাটার পর তারা মদ্যপান করে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আশেপাশের বাসিন্দারা রেস্তোরাঁয় অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷
পুলিশকে দেখে ওই মত্ত তরুণীরা হোটেল থেকে বেরিয়ে পালাতে থাকে। পুলিশ কর্মীদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করলে রাস্তায় হট্টগোল শুরু হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনকে জড়িয়ে ধরতে থাকে ওই তরুণীরা। পুলিশরা শান্ত করার চেষ্টা করতে গেলে পালটা তাদের উপর চড়াও হয় মত্ত তিন জন ৷ মোবাইল ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলে। তাঁদের কার্যকলাপ রাস্তার লোকজন ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন। ঘটনায় এসপি সিটি অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছেন, ওই তিন তরুণীই জন্মদিনের পার্টিতে গিয়েছিল। তারা পুলিশকে গালিগালাজ করে।
তিনি আরও জানান, রাস্তায় উত্তেজনার সৃষ্টি হয় ৷ পুলিশ সদস্যের মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। মোবাইল ভেঙে যায়। তাদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারা যে মদ্যপ ছিল, ডাক্তারি পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। পুলিশ ওই তরুণীদের পরিবারের সদস্যদের ডেকে তাদের হাতে তুলে দেয়। বিষয়টি এখনও তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:বিশেষভাবে সক্ষম যুবককে রাস্তায় হেনস্থা-মারধর ! লজ্জাজনক ঘটনার সাক্ষী কলকাতা