পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Al Qaeda threat : আল কায়দার নামে হুমকি মেল, দিল্লি বিমানবন্দরে কড়া নিরাপত্তা

বার বার একই নাম থেকে হুমকির মেল আসছে ৷ মেলে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন আল কায়দা উড়িয়ে দিতে পারে দিল্লির আইজিআই (Indira Gandhi International Airport) বিমানবন্দর ৷ তার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরে ৷

আইজিআই বিমানবন্দর
আইজিআই বিমানবন্দর

By

Published : Aug 8, 2021, 12:37 PM IST

নয়া দিল্লি, 8 অগস্ট : আল কায়দা (Al Qaeda Sargana) হামলা চালাতে পারে দিল্লির আইজিআই বিমানবন্দরে (Indira Gandhi International Airport, IGI) ৷ এ বিষয়ে গতকাল আইজিআই থানার পুলিশ বিমানবন্দরের কন্ট্রোল সেন্টারকে (Airport Operations Control Centre) সচেতন করেছিল ৷ আল কায়দা আইজিআই বিমানবন্দর উড়িয়ে দিতে পারে, এমন একটি মেল পায় দিল্লি পুলিশ ৷

তারা জানিয়েছিল, করণবীর সুরী (Karanbir Suri) ওরফে মহম্মদ জালাল (Mohamad Jalal) এবং তাঁর স্ত্রী শৈলী শারা (Shaily Shara) ওরফে হাসিনা (Haseena) সিঙ্গাপুর থেকে ভারতে আসছে রবিবার ৷ তারা 1-3 দিনের মধ্যে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে ৷ সাম্প্রতিক অতীতে এরকম হুমকি দেওয়া মেসেজ এসেছে, একই নামে, একইরকম বর্ণনা ছিল তাতে ৷

আরও পড়ুন : NIA : চার জেলার কিছু যুবকের পাক-জঙ্গি যোগ, তদন্তে এনআইএ

আইজিআই বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তের পর ওই হুমকিসূচক মেসেজটি "নন-স্পেসিফিক" (non specific) অর্থাৎ কোনও নির্দিষ্ট সূত্র থেকে আসা নয় বলে জানা যায় ৷ এরপর বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি বা বিটিএসি (Bomb Threat Assessment Committee, BTAC) বিমানবন্দর থেকে চলে যায় ৷ যদিও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে আর সবরকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আইজিআই বিমানবন্দরে ৷

স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (Standard Operation Procedure) এসওসিসি (SOCC) সব সংস্থাকে বিষয়টি জানিয়েছে আর কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিমানবন্দরের সব টার্মিনালে কড়া নজরদারি চালানো হচ্ছে ৷ বিটিএসি-কেও জানানো হয়েছে ৷ দিল্লি পুলিশকে একই নামে আসা ওই হুমকি মেলের তদন্তের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details