পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

High Drama in NCP: পাওয়ারহীন এনসিপি অনাথ হয়ে পড়বে, শরদের দলের কর্মীদের বিক্ষোভে তপ্ত মহারাষ্ট্র - সুপ্রিয়া সুলে

রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ ইস্তফা দেবেন এনসিপি-র জাতীয় সভাপতি পদ থেকেও ৷ এই ঘোষণার পর চূড়ান্ত নাটক শুরু হয়েছে পাওয়ারের দলের অন্দরে ৷

High Drama in NCP
High Drama in NCP

By

Published : May 2, 2023, 5:27 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 2 মে: শরদ পাওয়ারের রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণায় হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে ৷ তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র নেতা ও কর্মীরা পাওয়ারের এই সিদ্ধান্তের কথা মানতে নারাজ ৷ তাই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে ৷

প্রসঙ্গত, 82 বছর বয়সী শরদ পাওয়ার মঙ্গলবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছেন ৷ তিনি এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও জানিয়েছেন ৷ কিন্তু এনসিপি-র নেতা, কর্মী ও সমর্থকরা চান যে পাওয়ার তাঁর এই সিদ্ধান্ত ফিরিয়ে নিন ৷

পাওয়ারের কথা শুনে দলের নেতা জয়ন্ত পাটিলকে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে ৷ তিনি বলেন, "সারা দেশের কর্মীরা শরদ পাওয়ারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন । আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাঁর মন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাব । এটা আমাদের সিদ্ধান্ত যে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এনসিপির জাতীয় সভাপতি থাকবেন ।" একই মতের শরিক আরেক এনসিপি নেতা অনিল ভাইদাস পাটিলও ৷

মঙ্গলবার শরদ পাওয়ারের আত্মজীবনীর মারাঠি সংস্করণের প্রকাশ ছিল ৷ মুম্বইয়ের ওয়াই বি চহ্বন অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে শরদ পাওয়ার রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন ৷ 1999 সালে যে দল তিনি নিজে হাতে তৈরি করেছিলেন, সেই এনসিপি-র জাতীয় সভাপতি পদ থেকেও ইস্তফা দেবেন ৷ যা শুনে হতচকিত হয়ে যান সেখানে উপস্থিত এনসিপি নেতা ও কর্মীরা ৷ তাঁরা সেখানেই বিক্ষোভ শুরু করেন ৷ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পাওয়ার ও তাঁর স্ত্রী প্রতিভা পাওয়ারকে সেখান থেকে যেতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা ৷ কেউ কেঁদে ফেলেন ৷ কেউ জোড়হাত করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান ৷

শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে খাওয়া সারতে হয় পাওয়ারকে ৷ তাই সকাল 11টার পর অডিটোরিয়াম ছেড়ে তিনি চলে যান ৷ কিন্তু বিক্ষোভ থামেনি ৷ বরং কর্মীদের দাবি, পাওয়ার এনসিপির সভাপতি পদ ছেড়ে দিলে তাঁরা অনাথ হয়ে যাবেন ৷ কেউ কেউ পার্টির সব পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন, তো আবার কেউ অনশনে বসার কথা জানিয়েছেন ৷ অজিত পাওয়ার জানিয়েছেন, দলের সিনিয়র নেতাদের একটি দল বিকেলে শরদের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানাবেন ৷

তার পরও বিক্ষোভ থামেনি ৷ সুপ্রিয়া সুলে, অজিত পাওয়াররা কথা বলেন ক্ষুব্ধ কর্মীদের সঙ্গে ৷ কিন্তু কেউ কোনও কথা শুনতে রাজি হননি ৷ শরদ পাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে তাঁরা জানিয়েছেন ৷ এখন দেখার কর্মীদের দাবি মেনে সিদ্ধান্ত প্রত্যাহার করেন কি না শরদ পাওয়ার !

আরও পড়ুন:এনসিপির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা শরদ পাওয়ারের

ABOUT THE AUTHOR

...view details