কলকাতা, 18 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ দুর্নীতিতে সোমবার ফের স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আজ এই মামলার জমা দেওয়া হলফনামায় ত্রুটি থাকায় তা বাতিল করে তা সংশোধন করে আধঘণ্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কেন্দ্রের সেক্রেটারিদের নাম উল্লেখ করার নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি । সেই মোতাবেক হলফনামা জমাও দেয় এসএসসি ৷ এই হলফনামা যে সত্য়ি, তা সোমবার আবার হলফনামা দিয়ে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷
পাশাপাশি নতুন করে আরও 500 জনের নাম পাওয়া গিয়েছে । যাঁদের নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ৷ এই 500 জনকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ মামলাকারীকে এই 500 জনের তথ্য পরিষ্কার করে আদালতকে সোমবার জানাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও এই মামলায় যুক্ত করলেন বিচারপতি ৷ তিনি আজ তাঁর নির্দেশে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে জানাতে হবে তাঁরা কোথা থেকে প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন, যার ভিত্তিতে এদের নিয়োগপত্র দেওয়া হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি বিশেষভাবে সংরক্ষণ করার নির্দেশও দিয়েছে আদালত ৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে সোমবারে নতুন হলফনামা দিয়ে জানাতে হবে, তাঁরা যে তথ্য আদালতের কাছে আজ হলফনামা আকারে দিয়েছে, তা সত্যি ।