নিউদিল্লি, 22 মে : জাতীয় স্তরে বা দেশের অন্য কোথাও কোভিড সংক্রান্ত মামলাগুলিতে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া বন্ধ করুক হাইকোর্ট, সেগুলো বাস্তবায়িত করাও অসম্ভব ৷ শুক্রবার একথা জানায় দেশের সর্বোচ্চ আদালত ৷
চার মাসের মধ্যে উত্তরপ্রদেশের সব নার্সিংহোমের বেডগুলিতে অক্সিজেনের বন্দোবস্ত করতে হবে ৷ এক মাসের মধ্যে রাজ্যের প্রতিটি গ্রামে আইসিইউ সুবিধাযুক্ত দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ এই মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট ৷ এই প্রসঙ্গে বিচারপতি বিনীত সরণ আর বিআর গাভাই বলেন, "হাইকোর্ট এমন নির্দেশ জারি করুক, যা রূপায়ণ করা সম্ভব ৷"
আরও পড়ুন : মাত্র 75 মিনিটেই কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ দেবে ডিপকোভান
যদিও হাইকোর্টের "রাম ভরোসা" মন্তব্য খারিজ করেনি সুপ্রিম কোর্ট ৷ উত্তরপ্রদেশের ছোট শহর, গ্রামগুলিতে স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখে বিচারপতি সিদ্ধার্থ বর্মা আর অজিত কুমার সম্প্রতি মন্তব্য করেছিলেন "রাম ভরোসা" মানে ঈশ্বরের দয়ায় যা হওয়ার হবে ৷ এই মন্তব্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান যে, এতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, স্বাস্থ্যকর্মীরা নৈতিকতা হারাবে ৷
এ বিষয়ে সুপ্রিম কোর্ট অবশ্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের সমর্থন করে বলেন, "সাধারণ মানুষের জন্য উদ্বেগ আর দুশ্চিন্তায় এরকম বলা হয়েছে ৷ ইউপি এটা একটা পর্যবেক্ষণ আর উপদেশ হিসেবে নিতে পারে, কোনও নির্দেশ নয় ৷"
তবে এলাহাবাদ হাইকোর্টের বিরুদ্ধে এমন নির্দেশ দিলেও "সব হাইকোর্টের জন্য এ রকম নির্দেশ দিতে পারি না আমরা", বলেন দুই বিচারপতি ৷