শিলিগুড়ি, 14 ডিসেম্বর: তাওয়াঙের ভারত-চিন সীমান্তে প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনার (Tawang Border Clash) পরই নিরাপত্তা নিয়ে তৎপর প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) ৷ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় সীমান্তের সুরক্ষায় যাতে কোনও ঢিলেমি না-করা হয়, সেই বিষয় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বায়ুসেনাকে ৷ যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য শিলিগুড়ির বাগডোগরা বায়ুসেনা ছাউনিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি, জারি করা হয়েছে হাই অ্য়ালার্ট (High Alert in North Bengal) ৷ অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীকেও সর্বদা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ওয়াকিবহাল মহল বলছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ সেখানে কোনও ফাঁক রাখতে রাজি নয় সরকার ৷ আর সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইস্টার্ন এয়ার কম্য়ান্ডকে (Eastern Air Command) বিশেষ করে সতর্ক করা হয়েছে ৷ শিলিগুড়িতে এস-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাকে (S-400 Missile System) প্রস্তুত রাখতে বলা হয়েছে ৷ একইসঙ্গে, ভারত-চিন সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ সীমান্তে মোতায়েন করা হয়েছে এল70 এয়ার ডিফেন্স গান (L70 Air Defence Gun) ৷ যা শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন লক্ষ করে গুলি ছুড়তে সক্ষম ৷ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনিতেও ৷ সমস্ত যুদ্ধবিমানকে 'স্ট্যান্ডবাই' থাকতে বলা হয়েছে ৷ যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন সেনা ও বায়ুসেনা আধিকারিকরা ৷