কচ্ছ (গুজরাত), 20 ডিসেম্বর : গুজরাতের কচ্ছে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মাদক (Drugs boat captured in Jakhua sea border) ৷ গুজরাত এটিএস এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় 400 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে কচ্ছের সমুদ্র উপকূলে জাখাউয়ের কাছে ৷ একটি পাকিস্তানি বোট থেকে এই মাদক উদ্ধার হয়েছে ৷ মাদকের পাশাপাশি ওই বোটে থাকা 6 জন পাকিস্তানিকে আটক করা হয়েছে ৷ আটকরা মাদক পাচারকারী বলে জানা গিয়েছে ৷
গুজরাত ডিফেন্স পিআরও টুইটে জানিয়েছে এই মাদক উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতারের কথা ৷ পাশাপাশি "আল হুসেইনি" নামে একটি বোটও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
গত কয়েক মাসে গুজরাতের সমুদ্র উপকূলে বারবার মাদক ধরা পড়েছে ৷ চলতি বছরের সেপ্টেম্বরে এই কচ্ছেই দেশের অন্যতম বড় মাপের মাদকপাচারের ঘটনা সামনে আসে ৷ প্রায় 3 হাজার কেজি হেরোইন ধরা পড়ে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্সের হাতে ৷ কচ্ছের মুন্দ্রা বন্দরে ধরা পড়ে দুই কন্টেনার ভর্তি ওই মাদক ৷ গোয়েন্দাদের অনুমান, সেই বিপুল পরিমাণ মাদক আফগানিস্তান থেকে আনা হচ্ছিল, যার বাজারমূল্য 21 হাজার কোটি টাকা ৷
একই ভাবে গত এপ্রিলে পুলিশের হাতে আটজন পাকিস্তানি মাদক পাচারকারী ধরা পড়ে ৷ তাদের কাছ থেকে 30 কেজি হেরোইন আটক করা হয় ৷ সেই পরিমাণ মাদকের বাজারমূল্য প্রায় 150 কোটি টাকা ৷ অন্য একটি ঘটনায় গুজরাতের মরবি জেলায় এটিএসের হাতে 6 কোটি টাকার হেরোইন ধরা পড়ে ৷ সেই মাদক পাকিস্তান থেকে আবর সাগরের উপর দিয়ে ভারতে পাঠানো হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের ৷
আরও পড়ুন : Arrested DRDO scientist attempts suicide : রোহিণী আদালতের বিস্ফোরণকাণ্ডে ধৃত ডিআরডিও বিজ্ঞানীর আত্মহত্যার চেষ্টা