শ্রীগঙ্গানগর, 15 জানুয়ারি:আবারও সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে ভারতে মাদকপাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ ৷ প্রায় 30 কোটি টাকা মূল্য়ের হেরোইন বাজেয়াপ্ত করল তারা (Heroin Worth Rs 30 Crore Seized by BSF) ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে ওই বিপুল পরিমাণ মাদক পাঠানো হয়েছিল (Heroin Dropped from Pakistani Drone) ৷ শনিবার ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) শ্রী গঙ্গানগর জেলার অন্তর্গত ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ৷ রবিবার বিষয়টি প্রকাশ্য়ে আনেন বিএসএফের আধিকারিকরা ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে ৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ধৃত দুই ব্যক্তি আদতে পঞ্জাবের বাসিন্দা ৷ বাহিনীর কাছ খবর ছিল, ড্রোনের মাধ্যমে রাজস্থানের সীমান্ত দিয়ে ভারতে মাদক ঢোকানোর চেষ্টা করা হবে ৷ তাই বাড়তি সতর্ক ছিলেন জওয়ানরা ৷ তার জেরেই ওই মাদক উদ্ধার করা সম্ভব হয় ৷
আরও পড়ুন:হামলা উপেক্ষা করে মাদক পাচারে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে ধরল বিএসএফ
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক ভরা তিনটি বস্তা এপারে পাঠানো হয়েছিল ৷ নির্দিষ্ট জায়গায় সেগুলি মাটিতে ফেলে দেওয়া হয় ৷ সেই তিনটি বস্তার ভিতর ছ'টি প্য়াকেট ছিল ৷ সেই ছ'টি প্য়াকেটের মধ্য়েই মাদক ছিল বলে দাবি বিএসএফের ৷ সব মিলিয়ে এগুলির ওজন প্রায় 6 কিলোগ্রাম ৷ বাহিনীর দাবি, উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় 30 কোটি টাকা !
এই ঘটনায় সংশ্লিষ্ট ড্রোনগুলিকেও বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয় ৷ দূর নিয়ন্ত্রিত এই যন্ত্রগুলি লক্ষ করে গুলি চালান বাহিনীর সদস্যরা ৷ বোমাও ছোড়া হয় ৷ এরপরই দুই সন্দেহভাজন পাচারকারীকে ধরতে অভিযানে নামে বিএসএফ ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি গাড়ি ৷ সেই গাড়িটিতে পঞ্জাবের নম্বর প্লেট লাগানো ছিল বলে জানিয়েছে বিএসএফ ৷
অন্যদিকে, পঞ্জাবের তরন তারন এলাকাতেও ফের ড্রোনের উপস্থিত ধরা পড়েছে ৷ বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, তরন তারন জেলার কালিয়া গ্রামের আকাশে ড্রোন উড়তে দেখা গিয়েছে ৷ সেগুলিও সীমান্তের ওপার থেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনার পরই সীমান্তবর্তী ওই এলাকায় নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ ৷