নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: মুম্বই থেকে উদ্ধার বিপুল পরিমাণে মাদক ৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল বুধবার জানিয়েছে, একটি কন্টেনারে প্রায় 22 টন লাইকোরিসে হেরোইনের প্রলেপ দেওয়া ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য 1 হাজার 725 কোটি টাকা, জানিয়েছে পুলিশ (Heroin worth crores seized from Nava Sheva Port Mumbai) ৷
এর আগে মাসের প্রথম দিকে মাদক উদ্ধারে যৌথ অভিযান (Joint Operation) চালিয়ে বড় সাফল্য পেয়েছে গুজরাত এটিএস (Gujarat ATS) ৷ কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার হয় প্রায় 200 কোটি টাকার মাদক (Heroin Seized) ৷ গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস (ATS), ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence), পঞ্জাব পুলিশ এবং দিল্লি পুলিশ কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায় ৷ সেই সময়ে একটি কন্টেনার থেকে প্রায় 40 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয় ৷ সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে এই মাদক আমদানি করা হয়েছিল ৷
9 সেপ্টেম্বর, শুক্রবার হঠাৎ কলকাতা বন্দরে অভিযান চালায় গুজরাত পুলিশের এটিএস ৷ তাদের কাছে মাদক আসার গোপন খবর ছিল ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এই অভিযানে গুজরাত এটিএস-এর সঙ্গে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারাও ছিলেন ৷ পরে জানা যায়, পঞ্জাব ও দিল্লি পুলিশের একটি অংশও এই অভিযানে ছিল ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, এদিন একইসঙ্গে কলকাতা বন্দরের 16 এবং 6 নম্বর গেটে যৌথ অভিযান চালানো হয় ৷