রাজৌরি, 13 সেপ্টেম্বর: দেশের জন্য 'শহিদ' হল কেন্ট ৷ 6 বছরের মহিলা গোল্ডেন ল্যাব্রাডর কর্মরত ছিল ভারতীয় সেনাবাহিনীতে ৷ জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের এনকাউন্টারের সময় হ্যান্ডলারকে বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান দেয় এই চারপেয়ে ৷ তার বীরত্ব মন ছুঁয়ে গিয়েছে লক্ষাধিক মানুষের ৷
মঙ্গলবার রাজৌরির দুর্গম ভূখণ্ডে কেন্ট এবং একদল সৈন্যের নিয়মিত তল্লাশি অভিযানের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে । তারা যখন তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল সেই সময় জঙ্গিরা হঠাৎ তাদের উপর গুলিবর্ষণ শুরু করে । আচমকা এই পরিস্থিতিতে এক মুহূর্তও সময় নষ্ট না করে তার সহকর্মীদের বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নেয় ওই সারমেয় ৷ নিজের শরীর দিয়ে বাহিনীর দিকে ধেয়ে আসা বুলেটকে আটকায় কেন্ট ৷ একের পর এক গুলি তাকে ঝাঁঝরা করে দিলেও প্রাণে বেঁচে যান হ্যান্ডলাররা ৷
কেন্টের এই আত্মত্যাগ এবং কর্তব্যের প্রতি তাঁর অটল দায়িত্ববোধ সবার প্রশংসা কুড়িয়েছে ৷ ভারতীয় সেনাবাহিনী বহু অভিযানে তার বীরত্বের কাহিনি তুলে ধরে একটি মর্মান্তিক ভিডিয়ো শেয়ার করেছে । ট্র্যাকার কুকুর হিসাবে প্রশিক্ষিত কেন্ট তার পাঁচ বছরের কেরিয়ারে আটটি অভিযানের অবিচ্ছেদ্য অংশ ছিল ।
ভিডিয়োটিতে কেন্টের একটি প্রাণবন্ত দৃশ্য রয়েছে, যেখানে সে নির্ভয়ে তার সহযোদ্ধাদের একটি ঘন ঝোপের মধ্যে দিয়ে তল্লাশি অভিযানে নেতৃত্ব দিচ্ছিল । পথ শুঁকে শুঁকে সে অনুপ্রবেশকারীর খোঁজে অভিযানে পথ দেখাচ্ছিল অফিসারদের ৷ কেন্টের প্রখর ঘ্রাণশক্তি ও প্রবল বুদ্ধিমত্তার জোরে সে চিৎকার করে জওয়ানদের সতর্ক করে দেয় ৷ যার ফলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অনুপ্রবেশকারী ৷ তার দলের নিরাপত্তা নিশ্চিত করার পর কেন্ট আবার সতর্ক ভাবে পথ চলতে থাকে তার হ্যান্ডলারের সঙ্গে ৷